জেলা তথ্য অফিসের উদ্যোগে অদ্য ১৬ মে জেলার বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গতকাল বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “স্বাধীনতার ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধকে হৃদয়ে ধারণ ও লালন করতে হবে। আমাদের জাতীয় সঙ্গীত সঠিক ও শুদ্ধভাবে উচ্চারণের পাশাপাশি মননে লালন করা প্রয়োজন। ”
জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নাজমূল নাহার খানম ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্তিত ছিলের।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর চলচ্চিত্র প্রদর্শনিসহ কুইজে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা লব্ধ সত্য গল্প উপস্থাপন করা হয়। এন. হুসেইন রনী /জেসি


