Logo
Logo
×

বিশেষ সংবাদ

শীতলক্ষ্যা থেকে প্লাস্টিক সংগ্রহের উদ্দেশ্যে ওয়েস্ট বিন উদ্বোধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১০:৪১ পিএম

শীতলক্ষ্যা থেকে প্লাস্টিক সংগ্রহের উদ্দেশ্যে ওয়েস্ট বিন উদ্বোধন
Swapno


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  ১৫ নং ওয়ার্ডের শীতলক্ষ্যা থেকে ধলেশ্বরী ভায়া বাবুরাইল খালের মন্ডলপাড়া ব্রীজ এলাকায় দিনের বেলায় ওয়ার্ডে দৃশ্যমান বর্জ্য শুন্যের কোঠায় নিয়ে আসা কর্মসূচীর অংশ হিসাবে অধিক প্লাস্টিক বর্জ্য সংগ্রহের উদ্দেশ্যে স্মারক বোতল আকৃতির ওয়েস্ট বিন উদ্বোধন করা হয়েছে।  

 

 

গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় বোতল আকৃতির স্মারক ওয়েস্ট বিন উদ্বোধন করেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি অসিত বরণ বিশ্বাস।  

 

 

এ সময় উপস্থিত ছিলেন ওশ্যান বাউন্ড এর প্রতিষ্ঠাতা ও সিডিআর এর প্রোজেক্ট ম্যানেজার সিপ্রিয়ান হ্যান্ডরিকস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন ও শ্যামল পাল, রেজিলিয়েন্ট প্রজেক্ট ম্যানেজার মোঃ ফিরোজ মিয়া, কর্ড এইড এর কর্মকর্তা মোঃ জামান, কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ শাহীন মিয়া, সুপারভাইজার মোঃ রুহুল আমিন মামুন এবং ১৫ নং ওয়ার্ড সচিব আবুল কালাম প্রমুখ।

 


উদ্বোধনী অনুষ্ঠানে অসিত বরণ বিশ্বাস বলেন, বিশ^ব্যাপী আজ প্লাস্টিক বর্জ্য নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। কারন নদী ও সমুদ্রের প্রাণীজ সম্পদ আজ ধ্বংসের মুখে। প্লাস্টিক বর্জ্যে নদীর তলদেশ ২-৩ফুট পর্যন্ত ভরে গেছে। কাজেই প্লাস্টিকের স্বল্প ব্যবহার, পুনঃ ব্যবহার, পুনঃচক্রায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ।  

 

 

আমরা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আরও বিন স্থাপনের উদ্যোগ নিয়েছি। দিনের বেলায় দৃশ্যমান বর্জ্য শুন্যের কোঠায় নিয়ে আসার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন