Logo
Logo
×

বিশেষ সংবাদ

তিন উপজেলায় ক্ষমতা বনাম জনপ্রিয়তার লড়াই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৭:৫৩ পিএম

তিন উপজেলায় ক্ষমতা বনাম জনপ্রিয়তার লড়াই
Swapno

 

 

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের বাকি মাত্র ৩দিন। এরই মধ্যে নারায়ণগঞ্জের তিনটি উপজেলা রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁয়ের নির্বাচনগুলো নিয়ে নানা সংশয় দেখা দিচ্ছে। ইতিমধ্যে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনেকটাই প্রভাব ফেলাতে শুরু করেছে। এই তিন উপজেলায় আওয়ামী লীগ-আওয়ামী লীগের নির্বাচনী লড়াই হলে ও সাংসদ সদস্যদের হস্তক্ষেপে কিছু প্রার্থী অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে।

 

এদিকে আড়াইহাজার উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবু চেয়ারম্যান হিসেবে সমর্থন করেছে ঘোড়া প্রতীকের সাইফুল ইসলাম স্বপনকে যিনি একজন বিতর্কিত নেতা হিসেবে আড়াইহাজারের সকল নেতাকর্মীও কাছে পরিচিত। এমনকি এই স্বপনকে জয়ী করতে দলীয় নীতিমালা তোয়াক্কা না করেই প্রকাশ্যে মাঠে রয়েছেন এমপি বাবু।

 

অপর দিকে স্বপনকে ঠেকাতে মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের শাহজালাল মিয়া। এদিকে আড়াইহাজারে স্বপন এমপি ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করলে ও শাহজালাল মিয়ার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। অপর দিকে সোনারগাঁয়ের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক সংশয়ের দেখা মিলছে। কারণ এই উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর (বাবু) বর্তমানে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন। তা ছাড়া এই বাবুর নাম প্রকাশের পূর্বে সোনারগাঁবাসী প্রথমে টাইটেল দেন সন্ত্রাস,চাঁদাবাজ,ভূমিদূস্য হিসেবেই।

 

যা প্রমান করে গেলেন তার আপন বড় বোন ডলি আক্তার। তিনি তার ভাইকে উপজেলার দায়িত্ব না দিতে জনগণের কাছে অনুরোধ করেছেন। তা ছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার আনারসের বাবুল ওমর বাবুকে সমর্থন দেওয়া আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন। কারণ একজন সন্ত্রসীকে ভোটাররা কি হিসেবে ভোট দিবে। এমনটাই জানতে চায় জনগণ।

 

বর্তমানে এমপির সমর্থন পেয়ে প্রকাশ্য বিপক্ষ প্রার্থীকে কোন প্রকারের তোয়াক্কা না করেই নির্বাচনীয় মাঠে গালিগালাজ ও হুমকি-ধমকি  দিয়ে যাচ্ছে এই বাবুল ওমর(বাবু)। অপর দিকে এমপির সমর্থনে ক্ষমতা পেয়ে বাবু লাফালাফি করলে ও বর্তমানে সোনারগাঁয়ে মূল আলোচনায় রয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালাম। তার জনপ্রিয়তা বর্তমানে সকলের তুর্গে অবস্থান করছেন।

 

তা ছাড়া এই কালামের শরীরে নেই কোন প্রকারের বিতর্কের ছাপ। তা ছাড়া রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ-আওয়ামী লীগের লড়াইয়ের আভাস থাকলে ও নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী তারই সহযোগী পিএস হাবিবুর রহমান হাবিবকে সমর্থন করায় আওয়ামী লীগের সকলেই হাবিবের পক্ষে একাট্টা হয়ে পরেছেন। তা ছাড়া গাজীর ছেলে গোলাম মুর্তাজ্জা পাপ্পা গাজী প্রকাশ্যে হাবিবুর রহমান দোয়াত কলমের প্রতীকে ভোট চাইছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা থাকলে ও তা গ্রহনযোগ্যতা পাচ্ছে না।

 

তা ছাড়া হাবিবুরের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ যা নিয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ হাবিবের পাশে থাকলে ও পাশে নেই সাধারণ ভোটার রা। ইতিমধ্যে তারই বিপক্ষ প্রার্থী আনারস প্রতীকের আবু হোসেন ভূঞাঁ রানু প্রায় সই অভিযোগ করছেন যে আমাকে এখনো কোন ক্যাম্প করতে দেওয়া হয়নি। আমার ক্যাম্পবিহীন নির্বাচন করতে হবে। ক্যাম্প করা যাচ্ছে না তাদের ভয়ে। তা ছাড়া ক্ষমতা ও প্রভাব নিয়ে মাঠে না নামলে ও তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

 

তার প্রতিটি গণসংযোগে লোকবল না দেখা গেলে ও মানুষ তাকে চায় কারণ তিনি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক চমক নিয়ে টানা তিনবার স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যানের খাতায় নাম লিখিয়েছেন। তা ছাড়া জনগণের কাছে তিনি ভদ্র লোক হিসেবেই সুপরিচিত। ইতিমধ্যে তিনটি উপজেলায় সাংসদ সদস্যরা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ যাদের যাদের সমর্থন করেছেন তাদের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। যাকে ঘিরে বোঝা যাচ্ছে এই তিন উপজেলা নির্বাচনে ক্ষমতা ও জনপ্রিয়তার লড়াই হিসেবে আখ্যা দিয়ে যাচ্ছেন।

 

এ দিকে নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য যাকে সমর্থন করেছেন তিনি একজন বালু সন্ত্রাসী হিসেবে পরিচিত। একই সাথে নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য যাকে সমর্থন করেছেন তিনি ও একজন বালুখেকো এমনকি একজন বিতর্কিত নেতা হিসেবে সুপরিচিত। অপর দিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য যাকে সমর্থন দিয়েছেন তিনি সোনারগাঁয়ের সকলের কাছে সন্ত্রাসী-চাঁদাবাজ হিসেবেই পরিচিত এবং তিনি তার ঘাড়ে নিয়েছেন ডজনের বেশি অভিযোগের পাহাড়।

 

সেই প্রেক্ষাপট অনুযায়ী সাংসদ সদস্যদের সমর্থনের বাহিরে যারা প্রার্থীতা করছেন তারা সকলেই বিতর্কিবিহীন ও বহুল জনপ্রিয় ব্যাক্তি। তা ছাড়া গত ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া বন্দর উপজেলা নির্বাচনে সাংসদ সদস্যর সমর্থিত প্রার্থীর পতনের ঘন্টা বাজিয়ে বিজয়ের মালা তুলে নিয়েছেন জনপ্রিয়তা বহুল নেতা মাকসুদ হোসেন। এই তিন উপজেলা নির্বাচনে একই পথা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন