Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহীদদের প্রতি ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১১:৪৫ পিএম

শহীদদের প্রতি ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
Swapno


মুক্তি সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ ৮ম জেলা কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।  গতকাল শনিবার (১৮ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানায় সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় শ্রদ্ধানিবেদন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সাঈদুর রহমান, সৌরভ সেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি আরিফুল ইসলাম, সাবেক ঢাবি নেতা সৌভিক করিম, নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাবেক সংগঠক শাহরিয়াজ শুভ্র, নারায়ণগঞ্জের সন্তান ত্বকি-আশিক-ভুলুদের স্মরণ করে সভাপতি ছাত্রনেতা ফারহানা মুনা বলেন, 'নারায়ণগঞ্জ তথা সমগ্র বাংলাদেশকে আজ মৃত্যকূপে পরিণত করা হয়েছে।

 

 

যেখানে বাঁচার কোনো ব্যবস্থা অবশিষ্ট রাখা হয়নি। প্রিয় এই মাতৃভূমির এই করুণ পরিণতি আমরা সয়ে নিতে পারিনা৷ এদেশ আমাদের ফলে এদেশকে রক্ষা করার নৈতিক এবং ঐতিহাসিক কর্তব্যও আমাদেরই। ছাত্র ফেডারেশন এই সময়ের তরুণ-কিশোরদের তার কর্তব্য পালনে উপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। ছাত্র ফেডারেশন এই শহর তথা এই দেশের ছাত্র-তরুণদের সংগঠিত করে দেশরক্ষার লড়াই অব্যাহত রাখবে।'     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন