বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৪, ১১:৪৫ পিএম
বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত হচ্ছে এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান হচ্ছে। সেই আলোকে গতকাল শনিবার (১৮ মে) বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালে প্রথমবারের মত নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মুক্তমঞ্চে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
সকাল-বিকেল মিলিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি সমমান পরীক্ষায় কৃতকার্য প্রায় ৫হাজার ছেলে এবং মেয়েকে সংবর্ধনা দেয়া হয় এবং সংবর্ধনায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মেডেল, সার্টিফিকেট দেয়া হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার সংবর্ধনায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের দেশে ও বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ এর সুযোগ সম্পর্কে ধারণা দেন এবং দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ সম্পর্কিত বিষয় ও উচ্চশিক্ষা গ্রহণে বিষয়, বিশ্ববিদ্যালয় এবং দেশ নির্বাচন সম্পর্কে অবহিত করেন। পরিশেষে এসএসসি কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।
এ সময় নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইউমের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার এবং তার সহধর্মিণী কিংস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এডভোকেট লায়ন খন্দকার সেলিমা রওশন। এছাড়াও নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


