মওলা আলী (রহঃ) জামে মসজিদ কমিটি নিয়ে এলাকাবাসীর ক্ষোভ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:১২ এএম
সদর উপজেলা ফতুল্লা থানাা অক্টো অফিস ওসমানী স্টেডিয়াম রোড এলাকায় বাইতুর মা‘মুর জামে মসজিদ যা বর্তমানে মাওলা আলী জামে মসজিদ পূর্বের কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণা করায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন।
নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের এর ১২ নং ওয়ার্ডেস্থ ইসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টার এর পাশে একটি ডোবাকে ভরাট করে ২০০৬ সালে বাইতুল মা‘মুর মসজিদ নির্মাণ করা হয়। যা এলাকায় স্থানীয় লোকদের নিয়ে ১৩ সদস্য কমিটি দিয়ে র্দীঘদিন পরিচালিত হয়ে আসছিলো।
তবে ২০২১ সালে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন মসজিদটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করে নতুন নাম দেওয়া হয় মাওলা আলী (রহঃ) সিটি জামে মসজিদ এবং দীর্ঘদিনের পুরানো কমিটি বিলুপ্ত করে নতুন করে গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর প্রধান নিবার্হী কর্মকতা মোহাম্মদ জাকির হোসেন এক আদেশে ১৭ সদস্য কমিটি ঘোষনা করেন। যাতে করে পূর্বের কমিটির অনেকে বাদ পড়েন।
নতুন মসজিদ নির্মাণ হঠাৎ করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ঘনিষ্ট সহচর ও পরিবহন নেতা আলহাজ¦ ইব্ররাহিম চেঙ্গিসকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন যাতে পূর্বের কমিটি থেকে প্রায় ৮ জনকে বাদ দেওয়া হয়। তার পর থেকেই এলাকাবাসীর মাঝে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
তবে এরাকাবাসী জানান, পূবের কমিটি বিলুপ্ত করে নতুন যে কমিটি করা হয়েছে তাতে এক পরিবারের ৬ জন রয়েছে। পূর্বের কমিটিতে অনেক ভালো ভালো মানুষ ছিলো কিন্তু বর্তমানে তাদের রাখা হয়নি। কমিটি বড় করা হয়েছে তার পরেও তাদের কেনো বাদ দেওয়া হলো সেটা জানতে চায় এলাকাবাসী। আর মসজিদ হলো সিটি করর্পোরেশনের ১২নং ওয়ার্ডে মসজিদ নির্মাণ করা হয়েছে কিন্তু বর্তমান কমিটির বেশির ভাগ হলো ইউনিয়ন পরিষদেও ভোটার ও বাসিন্দা।
এবিষয়ে মাওলা আলী (রহঃ) জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. ইব্ররাহিম চেঙ্গিস এর মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেনি।
তবে এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন যদি কোন কিছু নির্মাণ করেন তাহলে সেটা সিটির দায়িত্বে থাকে। সে মসজিদের কমিটি থেকে কাদের বাদ দেওয়া হয়েছে নাকি হয়নি সে বিষয়ে আমার কিছু জানা নেই। এন. হুসেইন রনী /জেসি


