কাজী নজরুল ইসলাম প্রেম ও দ্রোহের কবি। ২৩ বছরের সৃষ্টি জীবনে তিনি আমাদের জন্য কবিতা, গান ও সাহিত্যে যেমনি বিপুল ভাণ্ডার তৈরি করেছেন, পাশাপাশি ঔপনিবেশিক শাসন-শোষনের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে জাতি গঠনের এক অনন্য নজির তৈরি করেছেন।
মুক্তিযুদ্ধ সহ জাতীয় জীবনের সকল সংগ্রামে তিনি আমাদের আলোকবর্তীকা হিসেবে এখনো অনুপ্রাণিত করে চলেছেন। নারায়ণগঞ্জের সাথে বিভিন্ন ভাবে রয়েছে এ কবির সংযোগ। এ বছরটি নজরুলের ১২৫ তম জন্মবর্ষ। এ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট শহরে নজরুলের আবক্ষ-ভাস্কর্য স্থাপন সহ বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আগামী ২৪ মে ২০২৪ শুক্রবার বিকাল পাঁচটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। এর আগে বিকাল চারটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এন. হুসেইন রনী /জেসি


