Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুদককে তৎপর দেখতে চায় না.গঞ্জবাসী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১১:২২ পিএম

দুদককে তৎপর দেখতে চায় না.গঞ্জবাসী
Swapno

 

 

দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখে ব্যাপক প্রংশসা কুড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানেও দেশের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিদের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে ব্যবস্থা গ্রহণ করছে দুদক। যা সারাদেশেই ব্যাপক আলোচনার বিষয়। শিল্পাঞ্চল হিসেবে বিখ্যাত নারায়ণগঞ্জের সরকারি- বেসরকারি সেক্টরে নানা অনিয়মের কারণে ব্যাপক ভোগান্তিতে নারায়ণগঞ্জবাসী। 

 

সরকারি দপ্তরগুলোতে নানা অনিয়মের কারণে মানুষকে দৈনন্দিন নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া দ্রুত শিল্পাঞ্চল হিসেবে খ্যাত নারায়ণগঞ্জে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরেরর কর্তাব্যক্তিরা অল্পদিনেই আর্থিক দিক দিয়ে ফুলে ফেঁপে উঠেছেন। বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, পাসপোর্ট অফিস, বিআরটিএ, সমাজসেবা কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, 

 

গণপরিবহন, মাদকদ্রব্য অধিদপ্তর, ভূমি অফিসহ সরকারি- বেসরকারি যেসকল কার্যালয়ে মানুষের যাতায়াত ও সেবা গ্রহণের হার বেশি সবখানেই নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছে নৈমত্তিক। আশার খবর হচ্ছে, নারায়ণগঞ্জে সম্প্রতি ব্যাপক পরিসরে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জে এর কার্যপরিধি শুধুমাত্র কাগুজে না হয়ে যাতে দুদক প্রধান কার্যালয়ের মতো তড়িৎ গতিতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এমন দাবি নারায়ণগঞ্জবাসীর। হাজারো অভিযোগ নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের ও এর কর্তাব্যক্তিদের। 

 

সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ের এলএ সেকশনে এক কর্মচারীর ৪২ লাখ টাকাসহ আটকের ঘটনায় নারায়ণগঞ্জে দুদকের কার্যক্রমের গতি বাড়ার বিষয়টি পরিলক্ষিত হয়েছে জোরেসোরে। এখানকার ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলররা নাগরিক সেবার নামে নানারকম দুর্ভোগে ফেলেন স্থানীয়দের। নারায়ণগঞ্জে জমির দাম ব্যাপক হওয়ায় গোটা জেলাজুড়ে এই খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এখানকার সেবা প্রত্যাশীদের। 

 

তাছাড়া নানা রকম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অল্প দিনেই এখানকার বেশ কিছু তথাকথিত রাজনীতিক বিপুল অর্থের পাহার জড়ো করেছেন বলে অভিযোগ আছে। দুর্নীতির দায়ে নারায়ণগঞ্জের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে দুদকের প্রধান কার্যালয়। বিশেষ করে দুর্নীতি দায়ে নারায়ণগঞ্জ জেলা আদালতের সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা, 

 

নারায়ণঞ্জ সিটি কর্পোরেশরেন সাবেক প্যানেল মেয়র ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা মতিউর রহমান মতি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যাংক ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে গ্রাহক সেবার নামে অনৈতিকভাবে অর্থ আদায়ের ঘটনা ঘটছে অহরহ। এসবের ব্যাপারে যাতে গভীর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করে এমন দাবি করছেন নারায়ণগঞ্জবাসী। 

 

তারা বলছেন, দুদকের নারায়ণগঞ্জ কার্যালয় তাদের কার্যক্রমের মাধ্যমে যাতে অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে সেই রকম কার্যক্রম চায় নারায়ণগঞ্জের স্থানীয়রা। রাজউকের বিভিন্ন কার্যক্রম নিয়ে ও তাদের কর্তাব্যক্তিদের নামে ব্যাপক অভিযোগ এখানকার সেবাপ্রত্যাশীদের। অসাধু ব্যক্তিদের নানা অনিয়মের কার্যক্রমের তথ্য উন্মোচন করে যদি ব্যবস্থা গ্রহণ করতে পারে তবেই দুদকের নারায়ণগঞ্জ কার্যালয় মানুষের আস্থা অর্জনে সমর্থ্য হবে।

 

 সেই লক্ষ্যেই কাজ করছে নারায়ণগঞ্জ দুদক। নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জনসাধারণের জন্য আজ গণশুনানির আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আজ সকাল ৯টায় এ সভার আয়োজন করা হয়েছে। এতে দুর্নীতি দমন কমিশন’র কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুদকের গণশুনানি শুরু হবে।

 

 দুদকের প্রকাশিত গাইডলাইন অনুযায়ী আমরা গণশুনানি করবো। এখন অবধি দুদকের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। তবে এদের মধ্যে এমন অভিযোগও রয়েছে যা দুদকের আওতার বাইরে। এসকল অভিযোগগুলো আমরা সর্টিং করছি। তিনি বলেন, আমরা এমন অনেক অভিযোগ পেয়েছি যা ব্যক্তি কেন্দ্রিক। অর্থাৎ, এসব অভিযোগ দুদকের আওতায় পড়ে না। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, নাগরিক সেবায় হয়রানিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি হবে।

 

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজদের ক্রোককৃত ও অবরুদ্ধ সম্পত্তি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য ‘অপরাধলব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা সেল’ নামে একটি সেল দুদক প্রধান কার্যালয়ে গঠন করেছে। আদালতের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জে এই সেলের সমন্বয়ে দুর্নীতিবাজদের অবৈধ সম্পত্তি ক্রোক করা শুরু হয়েছে। ইতিমধ্যে দুদকের তিনটি মামলায় আদালতের আদেশে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে দুদক।

 

সূত্র জানিয়েছে, দুদকের এই নতুন সেল মহানগর সিনিয়র স্পেশাল জজ (মহানগর দায়রা জজ, ঢাকা) এর আদেশ মোতাবেক দুদক, সজেকা ঢাকা-১ এর মামলা নং-১১ (১২)২০০৯ এর আসামি সাবেক ফার্মার্স ব্যাংক এর চেয়ারম্যান মাহবুবুর আলম চিশতীর স্ত্রী আসামি মোছা. রেহী চিশতীর রূপগঞ্জে অবস্থিত সাড়ে ৭ শতাংশ ভিটি বাড়ি সম্পত্তির উপর ক্রোকাদেশ দেয়া হয়েছে।

 

এ ব্যাপারে ক্রোককৃত সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ধারা ২১এর দুদক বিধিমালা ২০০৭ এর ১৮ (গ) মোতাবেক এই রিসিভার নিয়োগ করা হয়।

 

সূত্র জানায়, মহানগর সিনিয়র স্পেশাল জজ, ঢাকা এর আদেশ মোতাবেক দুদক, সজেকা ঢাকা-১ এর মামলা নং-০১(০৮)২০১২ এর আসামি চাঁদপুরের বালু খেকো চেয়ারম্যান সেলিম খানের নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভুইগড় মৌজায় থাকা ০.১২৫০ একর জমি ও এর উপর থাকা ১০ তলা বাড়ি সম্পত্তির উপর ক্রোকাদেশ দেয়া হয়েছে। ক্রোককৃত সম্পত্তি  তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করা হয়েছে।

 

সিনিয়র স্পেশাল জজ-ঢাকা এর আদেশে দুদক, সজেকা ঢাকা-১ এর মামলানং ২১(১২)১৯ এর আসামি এক সরকারি কর্মকর্তার স্ত্রী জেসমিন পারভীনের রূপগঞ্জের দাউদপুর কুলিয়াদি ইউনিয়নে অবস্থিত ৪ শতাংশ জমির উপর ক্রোকাদেশ দেয়া হয়েছে। এক্ষেত্রেও ক্রোককৃত সম্পত্তি  তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সুত্র জানায়, দুদকের এই ‘অপরাধলব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা সেল’ এ দুর্নীতিদমন কমিশন বিধিমালা ২০০৭ (সংশোধিত ২০১৯) এর বিধি ১৮ গ (৩) মোতাবেক নিযুক্ত রিসিভার যথাযথভাবে সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার বিষয়ে পর্যবেক্ষণ ও তদারকির জন্য সংশ্লিষ্ট বিভাগ ও জেলায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও উপ-পরিচালকগণকে নির্দেশ দেয়া হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন