Logo
Logo
×

বিশেষ সংবাদ

রিয়াদের রাজত্বে অন্যরা কোনঠাসা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১১:৩২ পিএম

রিয়াদের রাজত্বে অন্যরা কোনঠাসা
Swapno

 

 

# গত ১০ বছর ধরে কলেজের ছাত্র-ছাত্রী সংসদ জিম্মি করে রেখেছেন রিয়াদ

 

সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদ এর নতুন নেতৃত্ব চান সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে সংসদের নির্বাচন না হওয়ায় নতুন নেতৃত্বের বিকশিত হচ্ছে না মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। এবিষয়ে সাধারণ শিক্ষার্থীরা জানান, গত ১০ বছর ধরে কলেজের ছাত্র-ছাত্রী সংসদটি দখল করে রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। বর্তমানে তিনি সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদে রয়েছেন। কলেজ শাখার ছাত্রলীগের মনগড়া কমিটি দিয়ে তারা জিম্মি করে রেখেছেন তোলারাম কলেজের ছাত্র-ছাত্রী সংসদটি। 

 

বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি তোলারাম কলেজ। বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। প্রায় ২৫শত শিক্ষার্থী রয়েছে এই কলেজটিতে। কিন্তু ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচন বা কমিটি না থাকায় বিভিন্ন ধরনের ভোগান্তিতে শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন ধরনের সমস্যা ও চাহিদার কথা বলতে পারছেন না সংসদের নেতাদের কাছে। এর প্রদান কারণ হচ্ছে সংসদে কমিটি নেই। 

 

কিন্তু কমিটি না থেকেই দলীয় প্রভাবে ছাত্রলীগ শাখা নামে ভুতুরে কমিটি দিয়ে দখল করে রেখেছেন মহানগর ছাত্রলীগের সাবেক ব্যর্থ সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। গত ১০ বছর ধরে নিজেই একা রাজত্ব করে যাচ্ছেন সরকারি তোলারাম কলেজে। জানা যায়, সর্বশেষ ২০০৪ সালের ১৬ অক্টোবর এককভাবে নির্বাচিত হন রাজীব-শাহ আলম পরিষদ কিন্তু সেই সময় ছাত্রলীগ নির্বাচনে অংশ নেননি।

 

 সেই সময় বিএনপি সরকারের আমলে রাজীব-শাহ আলম পরিষদই কলেজের ছাত্র-ছাত্রী সংসদের নেতৃত্ব দেন। এর আগে বাদল-হেলাল পরিষদ কলেজের নেতৃত্বে ছিলো। তখন ছাত্ররা তাদের অধিকার নিয়ে তাদের সাথে কথা বলে সমস্যা সমাধান পেতেন। কিন্তু বর্তমানে রিয়াদের গ্রুপের কোন ছাত্র-ছাত্রী ছাড়া কেউ কোন সমস্যার সমাধান পান না। এবিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ছাত্র জানান, আমার স্বপ্ন আমি সরকারি তোলারাম কলেজে পড়া-লেখা করবো। 

 

এর প্রদান কারণ হচ্ছে এই কলেজে পড়া-লেখা করেছেন সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান সহ আরও অনেক বড় বড় নেতারা। এছাড়াও এই কলেজে ভর্তি হতে হলে অনেক ভালো রেজাল্ট করতে হয়। কিন্তু বর্তমানে এই কলেজে পড়তে এসে দেখি কলেজটা কোন রাজা দরবার। একক ভাবে কলেজে রাজত্ব করা হচ্ছে। ভয়ে কেউ কিছু বলতে পারে না। তাদের দলে থাকলে এবং রিয়াদ এর গ্রুপে থাকলে যে কোন সমস্যা সমাধান হবে। 

 

আর যদি তাদের গ্রুপে না থাকি তাহলে কিছুই হবে না। দীর্ঘ দিন ধরে সংসদের নির্বাচন অনুষ্ঠান বন্ধ রয়েছে। এর অর্থ হচ্ছে দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কলেজটিতে বর্তমানে ছাত্রলীগের একক কর্তৃত্বের কারনে বিভিন্ন ছাত্র সংগঠনের কোন নেতাকর্মী দেখা যায় না। কলেজের সংসদের পুরোটাই দখল করে রেখেছেন হাবিবুর রহমান রিয়াদ। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচন চাই। অনেকভার আমরা শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে বলেছি নির্বাচনের কথা কিন্তু তারা কার ভয়ে নির্বাচন দিচ্ছে না, সেটা অনেকেরই অজানা। তাই এই বছরই কলেজের নির্বাচন চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন