বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদকের পদ বিক্রি করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সকল নেতাকর্মীদের নিজ দখলে আনতে উঠে পরে লেগেছে বিতর্কিত পদ বেপারী নেতা নজরুল ইসলাম আজাদ। যাকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে তৈরি করেছেন বেতনভুক্ত দালাল। তারা সকল সময় আজাদের পক্ষে সুনাম ছড়িয়েসহ বিভিন্ন শ্রেণির নেতাদের আজাদপ্রীতি হতে বাধ্য করছেন।
তা ছাড়া এই পদ বেপারী আজাদ সব সময় প্রকাশ্যে সকলের চোখে ভালো থাকতে চায়। সেই কারণে তিনি নিজে কাউকে কিছু বলেন না তার বেতনভুক্ত কর্মকর্তাদের দিয়ে আড়াল থেকে কলকাঠি নাড়ায় তিনি। তার হস্তক্ষেপে নারায়ণগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনগুলোতে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন যাবৎই। বিএনপির বর্তমান হাইকমান্ড ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে ছবি তুলে নিজেকে আরও বেশি জাহির করায় মগ্ন হয়েছেন আজাদ।
এবার তিনি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে বহু নেতাদের কোথাও ১ লাখ আবার কোথা ও ৫০ হাজার টাকার বিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এমনকি গতকাল মহানগর যুবদলে কারাবন্দিদের সংবর্ধনা অনুষ্ঠানে তাকে দাওয়াত না দেওয়া হলে ও তিনি হঠাৎ মঞ্চে উঠে বসে পরেন। বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে
জানা গেছে, আড়াইহাজারের বাসিন্দা হলেও নজরুল ইসলাম তালুবন্দি করতে চান গোটা নারায়ণগঞ্জ বিএনপি এবং অঙ্গ-সংগঠনগুলোকে। তার বিরুদ্ধে পদ-পদবী ও মনোনয়ন বাণিজ্যের ব্যবসার অভিযোগও বেশ পুরনো। নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে অস্থিরতা তৈরীর নেপথ্যে রয়েছে আজাদের কূটচাল। বিএনপির রাজনীতিতে গ্রুপিং সৃষ্টি করে দলকে তার বুক্ষিগত করার মাধ্যমে দূর্বল করার প্রচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগ তার বিরুদ্ধে।
জেলা থেকে শুরু করে মহানগর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ-সংগঠনেও তা পরিলক্ষিত হয়েছে। বিএনপির মধ্যে আলাদা বলয় এবং সতা তৈরী করতে বিভিন্ন কমিটির সুবিধাভোগী কিছু নেতাকে ইতিমধ্যেই বশীভূত করেছেন তিনি। তা ছাড়া বিগত দিনে কেন্দ্রীয়ভাবে বিএনপিতে নারায়ণগঞ্জের বড় মাপের নেতা হিসেবে আলোচিত ছিলেন মতিন চৌধুরী, তৈমূর আলম খন্দকার পরবর্তীতে এই জেলায় আলোচনায় আসতে শুরু করলেন রূপগঞ্জের দিপু ভূঁইয়া।
এখন সকলকে পিছনে ফেলে জেলাতে আলোচিত হতে চাচ্ছেন আজাদ যাকে ঘিরে অটেল টাকা খরচ করার মহোৎসব তৈরি করেছেন। কিন্তু জেলাতে বড় বড় নেতাদের আবির্ভাব আগে থেকেই থাকায় তিনি জেলাতে বেশি একটি সুবিধা করতে পারছে না। এদিকে মহানগর রাজনীতিতে অনেকটাই ক্ষুধার্ত সংগঠন বললেই চলে। যাকে ঘিরে সহজেই মহানগর বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ইতিমধ্যেই আজাদে জিম্মি হয়ে পরেছেন। তার এই জিম্মিভাব আরো মজবুত করতে তিনি নিয়মিত নারায়ণগঞ্জে আসা যাওয়াসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে নিজেকে একক নেতা জাহির করছেন।
সূত্র বলছে, বিএনপির এই কেন্দ্রীয় নেতা আজাদ বিগত দিন থেকেই বানিজ্যেসহ নানা অভিযোগে লিপ্ত হয়ে আছেন। এমনকি এক কালে এই আজাদ ঢাকা থেকে রিজার্ভ সিএনজি নিতো সেই সিএনজি ওয়ালাকে বলতো আসবে আর যাবে। সেই কথা বলে তিনি আড়াইহাজার আসতো তখন তিনি সিএনজি থেকে ড্রাইভারকে বলতো ধারান আসতেছি এটা বলেই ভাড়া না দিয়ে হয়ে যেত উধাও। সেই আজাদ এখন কোটি কোটি টাকা মূল্যের কয়েকটি গাড়ির মালিক বনে আছেন।
এমনকি নাম প্রচারে উড়াচ্ছেন কোটি কোটি টাকা। তা ছাড়া নারায়ণগঞ্জে আজাদ অনুসারীদের মধ্যে অন্য ভূমিকায় আছেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর।
ফতুল্লায় আছেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীসহ আরো অনেকেই। এদিকে বিগত দিনে আজাদ কেন্দ্রীয় যুবদলের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক থাকাকালীন থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল রাখতো তার নিয়ন্ত্রণে। বর্তমানে ও সেই একই নেশা কিন্তু এবার মূল দলের নেশা ও জেঁকে বসেছে আজাদের উপরে। বর্তমানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকেও হাত করেছেন আজাদ।
থানা বিএনপিতে আজাদের ছায়া পড়তেই সেখানে অস্থিরতা দেখা দিয়েছে। টিটু এবং বারী ভূঁইয়াকে কেন্দ্র করে থানা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এভাবে জায়গায় জায়গায় বিভক্তি সৃষ্ঠি করে সংগঠনে বিশৃঙ্খলা তৈরি করে তার কালো ছায়া দিয়ে নয়া কমিটি গঠন করতে চাচ্ছে এই আজাদ। বর্তমানে আজাদের কালো ছায়ায় বিভক্ত হতে শুরু করেছে মহানগর বিএনপি ও মহানগর ছাত্রদল।
এদিকে আজাদ নারায়ণগঞ্জ সদরের বলয়কে তার হাতে জিম্মি করতে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের সাথে একত্মতা প্রকাশ করেছেন। এমনকি জোসেফকে সামনে বড় পদের আশা দিয়ে রেখেছেন তিনি। সব মিলিয়ে বিভিন্ন বলয়ে কোন্দল লাগিয়ে নারায়ণগঞ্জ বিএনপিকে জিম্মি করতে মরিহা পদ বেপারী খ্যাত নেতা নজরুল ইসলাম আজাদ।


