রাস্তার সিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান ফাইজুল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০২:২৮ পিএম
উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আস্থাবাজন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামের স্বপ্ন ফতুল্লা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষে ফতুল্লার পশ্চিম ইসদাইর ও লালপুরের রাস্তার সিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এ রাস্তার ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।
উদ্বোধন শেষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন,উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, পানির কারনে যে সব এলাকার রাস্তাঘাট ভেঙ্গে গেছে তার নির্মান করে দিতে। আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজ সিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হলো।
৬ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আউয়ালের মাধ্যমে ১৭০ফিট রাস্তার সিসি ঢালাই হচ্ছে। আমাকে এই এলাকার মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে এই রাস্তা ঢালাই কাজ চলছে। ইনশাল্লাহ আরো যে কাজ আছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবগুলো কাজ করে দেব।
লালপুরেও ২৫৫ ফিট রাস্তা উদ্বোধন করা হলো ওই রাস্তা নিচে থাকার কারণে মানুষ মসজিদে নামাজ পড়তে যেতে পারতো না আজকে ওই রাস্তাটা ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সকলে মাননীয় এমপি মহোদয় শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল, ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাইনুদ্দিন, আজগর স্যার,হাজী রমজান আলী, মো:খবির, মো:কলিমুল্লাজ, মো:ফারুক, মো:নাছির, মো: মজিব চিশতীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এন. হুসেইন রনী /জেসি


