Logo
Logo
×

বিশেষ সংবাদ

বেড়েছে টুপি, তসবি ও আতর কেনা-বিক্রির ব্যস্ততা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১২:০২ পিএম

বেড়েছে টুপি, তসবি ও আতর কেনা-বিক্রির ব্যস্ততা
Swapno


এবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা শুরু হতে যাচ্ছে ১৭ই জুন। তাই এখন থেকেই কোরবানির নানা প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে মুসল্লিরা। এই মধ্যে দেখা যায় দোকানে কেউ কিনছেন টুপি, তসবি,সুরমা আবার কেউবা আতর। প্রতি বছরের ন্যায় মূলত কোরবানির ঈদে গরু, মহিষ , ছাগল বা দুম্বা কোরবানি করা হয়।

 

 

তাই কোরবানির ঈদ আনন্দের জন্য সকল প্রস্তুতির মাঝে মার্কেট ও বিতানিবিতান গুলোতে ভিড় করছেন ক্রেতারা। সবাই নিজের ও স্বজনদের জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে ফিরে কিনছেন সুগন্ধি আতর ও অন্যন্যা প্রয়োজনীয় জিনিস। ঈদের প্রস্তুতি হিসেবে সবচেয়ে বেশি লোকজন ভিড় করছেন আতর ও টুপির দোকানগুলোতে।

 

 

ফুটপাতে টুপি ও পাঞ্জাবির দোকান নিয়ে বসেছেন বেশ কিছু ব্যবসায়ীরা। ৫০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামে পাঞ্জাবি বিক্রি করছেন তারা, সাথে আছে ৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে টুপি, আতর ও তসবি। পাঞ্জাবির ডিজাইন ও কাপরের মানভেদে দাম হাকাচ্ছেন বিক্রেতারা। জায়নামাজ কিনতেও দামাদামি করছেন ক্রেতা-বিক্রেতারা।

 

 

দেশে তৈরি জায়নামাজের পাশাপাশি আমদানিকৃত জায়নামাজ ও তসবি পছন্দের তালিকায় রয়েছে ক্রেতাদের। ভিড়ও দেখা যায় বেশ ভালো। মার্কেট ও বিতানিবিতান গুলোর ব্যবসায়ীরা জানান, আর মাত্র ১ দিন বাকি ঈদের ,২-৩ দিন আগে বিক্রি তেমন না দেখা গেলেও এখন এই শেষ ২ দিনে  বিক্রি ভালো হচ্ছে।

 

 

ডিআইটি মার্কেট এলাকায় আতর বিক্রেতা রহিম বলেন, এখানে বিভিন্ন ধরনের ঘ্রানের আতরের ভিন্নভিন্ন দাম। সারাবছরই তো বিক্রি হয়, ঈদের দিনই আমাদের ব্যবসাটা কিছুটা ভালো হয় তাই যতটুকু পারছি করছি। ঈদের নামাজে যাওয়ার সময় একটু সুগন্ধি না হলে কেমন লাগে। তাই সবার রুচি অনুযায়ী কেউ কিনছেন ৮০ টাকার কেউ ১০০ টাকার আবার কেউ ৩০০-৪০০ টাকা দামেরও আতর কিনে নিয়ে যাচ্ছেন, তবে বলা যায় বিক্রি বেড়েছে।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন