সোনারগাঁয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আনন্দ র্যালি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:৩০ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় আনন্দ র্যালিটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কিছুক্ষণ প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এর পূর্বে উক্ত স্থানে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) ও প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সঞ্চালনায় এসময় বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল।
নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরী।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান ও মোহাম্মদ আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন ও সোহাগ রনি, সহ-সভাপতি জহিরুল হক ও নাসরিন সুলতানা ঝরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু, শ্রম বিষয়ক সম্পাদক আঃ মান্নান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান লিটন।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সালাউদ্দিন মাসুম, মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর ইসলাম রুমা, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ মাহবুব খাঁন, সদস্য বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, দেলোয়ার হোসেন, এ্যাড. ফজলে রাব্বি, এড. নূরজাহান, মোহাম্মদ হোসাইন, মাহাবুব পারভেজ, আতাউর রহমান হৃদয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ইউপি মেম্বারবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


