Logo
Logo
×

বিশেষ সংবাদ

কাঞ্চন পৌরসভা নির্বাচন প্রচারণা শেষ, ভোটের অপেক্ষা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:৩২ পিএম

কাঞ্চন পৌরসভা নির্বাচন প্রচারণা শেষ, ভোটের অপেক্ষা
Swapno


রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র পদে রফিকুল ইসলাম এবং আবুল বাশার বাদশা মাঠের লড়াইয়ে নেমেছেন। এদের মাঝে রফিকুল ইসলাম বর্তমানে কাঞ্চন পৌরসভা মেয়র হিসেবে দায়িত্বে রয়েছেন। তার প্রতিপক্ষ আবুল বাশার বাদশা এই পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে।

 

 

আসন্ন পৌরসভা নির্বাচনে বর্তমান বনাম সাবেক মেয়রের মাঝেঁ লড়াই হচ্ছে। আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হুমকি ধমকি সহ নানা উত্তেজনার মাঝে আজ প্রচারনার সময় শেষ হচ্ছে।

 


এদিকে আজ দুই মেয়র প্রার্থী টান টান উত্তেজনার মাঝে প্রচারনা শেষ হচ্ছে। এর আগে দুজনে পাল্টা পাল্টি অভিযোগের মাধ্যমে হামলার মধ্য দিয়ে সময় পার করেছেন। গত ২০ জুন গণসংযোগ ও প্রচারণা শেষ করে ফেরার পথে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকরা জগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া করেন সংবাদ সম্মেলন করেন।

 


তাছাড়া কাঞ্চন পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলাম স্থানীয় এমপির সমর্থন না পেয়ে মানুষের কাছে গিয়ে ভোট চেয়ে যাচ্ছেন। বিপরীতে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর সমর্থন নিয়ে ভোটের মাঠে প্রচারনায় রয়েছেন বাদশা। কিন্তু তাদের দুজনের মাঝে কাঞ্চন পৌরসভায় হ্ড্ডাা হাড্ডি লড়াই হবে। গত নির্বাচনের চেয়ে এবার নির্বাচনের মাঠ একটু ভিন্ন রকম থাকায় মেয়র পদের চেয়ার বসার জন্য দুই প্রার্থীদের সমর্থকদের প্রচারনায় নির্বাচনের আমেঝ তৈরী হয়ে রয়েছে।

 


 অপরদিকে একে অপরকে নিয়ে অভিযোগ তুলেছেন। কিন্তু প্রশাসন থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়া হয়েছে নির্বাচনের কেউ কোন ভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। তাছাড়া নির্বাচনী আচরণ বিধি মেনে প্রার্থীদের প্রচারনা চালাতে হবে। ভোটাররা যাকে ভোট দিবে সেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে। কিন্তু অভিযোগ রয়েছে এমপির সমর্থিত প্রার্থী প্রভাব বিস্তার করে ভোটারদের মাঝে আতঙ্ক তৈরী করছে। সেই সাথে হুমকি ধমকি দিচ্ছে বলে এমন গুঞ্জন রয়েছে।

 


অপরদিকে জানাযায়, কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়রের চেয়ার নিজের দখলে রাখার জন্য জগ মার্কা নিয়ে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। হাটে ঘাটে,বাজারে দোকানে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। তিনি তার কর্মের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে এবারও চেয়ার ধরে রাখতে পারবে কি না তা নির্ভর করছে ভোটার ভোট প্রয়োগের উপর। কেননা ভোটাররাই নির্ধারণ করবে তারা কাখে বেছে নিবেন।

 


এছাড়া বর্তমান মেয়র রফিকুল ইসলামকে হটিয়ে কাঞ্চন পৌরসভার মেয়রের চেয়ার পুনরুদ্ধার করার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছেন আবুল বাশার বাদশা। তিনির মোবাইল মার্কা নিয়ে ভোটার ঘরে ঘরে যাচ্ছেন। আর এজন্য তিনি স্থানীয় এমপির সমর্থন নিয়ে প্রচারনা চালাচ্ছেন। এমনকি এমপির কর্মী সমর্থকরা তার পক্ষে মাঠে নেমেছেন।

 

 

তবে রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নানা সময় বিভিন্ন ইস্যুতে অস্ত্রের মহুরা চলে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অস্ত্রের ব্যবহার যেন না হয় তার জন্য আগে থেকে নির্দেশনা দিয়েছেন প্রশাসন। এই প্রচারনার মাঝেই আবার এক প্রার্থী আরেক প্রার্থীকে নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ তুলেছেন।

 

 

এছাড়া উপজেলা অডিটোরিয়ামে প্রতীক আনতে গিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ বাজে। আর তখন দুই প্রার্থীর সমর্থকদের মাঝে হাতা হাতি মারা মারির ঘটনা ঘটে। এমনকি চেয়ার ছোড়া ছুরি পর্যন্ত হয়।

 


কিন্তু রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনকে কোন ভাবেই প্রশ্ন বিদ্ধ করতে দিবে প্রশাসন। বন্দর সোনারগাঁ উপজেলার মত কাঞ্চন পৌরসভা নির্বাচন নিরপেক্ষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ প্রশাসন। কেননা এর আগে বন্দর এবং সোনারগাঁ উপজেলা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করে প্রশাসন দেখিয়েছেন তারা পারেন। তাই কাঞ্চন পৌরসভা নির্বাচনও তারা নিরপেক্ষ ভাবে করার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর এজন্য ইতোমধ্যে এখানে প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন