Logo
Logo
×

বিশেষ সংবাদ

খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো ‘পেসমেকার’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১২:০৩ এএম

খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো ‘পেসমেকার’
Swapno

 

 

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসিয়েছেন চিকিৎসকেরা। গতকাল রবিবার (২৩ জুন) দুপুর থেকে খালেদা জিয়ার হৃদপিন্ডে পেসমেকার লাগানোর কাজ শুরু করেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। সন্ধ্যার পর তার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

 

জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। সেজন্য হার্টে ব্লক ছিল। একটা স্টেনটিংও করা ছিল। সব কিছু পর্যালোচনা করে এখন মেডিক্যাল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।”

 

তিনি আরও বলেন, “এই পেসমেকার ট্যাম্পোরারি। এভারকেয়ার হসপিটালের ডাক্তাররা ম্যাডামের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর প্রক্রিয়া শুরু করেছেন। তাকে বিশেষায়িত কক্ষ নেওয়া হয়েছে।” পেসমেকার হৃদযন্ত্রের নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে। হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কি-না, সেটাও এই যন্ত্র তদারকি করে, বলে জানান চিকিৎসকেরা।

 

এ বিষয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বলেন, “পেসমেকার পরানোর অপারেশন হয়েছে। তবে ম্যাডামের পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকেরা বলতে পারবেন। কতখানি উন্নতি বা অবনতি সেটা চিকিৎসকরা নির্ণয় করবেন।”

 

হঠাৎ শারীরিক অবনতির কারণে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিসাধীন আছেন তিনি। ২২ জুন থেকে এ পর্যন্ত কয়েক দফা মেডিকেল বোর্ড বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হৃদপিন্ডে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত দেন।

 

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন