Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফাইজুলের আল্টিমেটামে ব্যাপক সাড়া

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১২:৪৭ পিএম

ফাইজুলের আল্টিমেটামে ব্যাপক সাড়া
Swapno


ডিএনডি প্রজেক্টের ভেতরে অবস্থিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ এলাকার মূল সমস্যা হলো পানিবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা পানিতে তলিয়ে যায়। লাগাতার বৃষ্টি হলে অনেকের বাড়িঘরেই পানি প্রবেশ করে। সপ্তাহ খানেকের আগে এ পানি সরতে না। জমে থাকা পানিতে দুর্ভোগ বাড়ে মানুষের।

 

 

এই অনাহূত দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে অনেকেই বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন।  এদের অনেকে ইতোমধ্যেই বাড়ি বিক্রি করে অন্যত্র চরে গেছেন বলেও জানা গেছে। তবে অনেকেই এলাকা ছেড়ে যেতে চান না। বছরের পর বছর পানিবদ্ধতার যন্ত্রণা সহ্য করেই তারা মায়ার বাঁধনে এলাকায় আছেন। তারা কোন এক অলৌকিক শক্তির অপেক্ষায় কার গুনছেন, যিনি তাদেরকে এই যন্ত্রণা থেকে উদ্ধার করবেন।        

 


চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পরই আলহাজ্ব ফাইজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের নির্দেশে এলাকার পানিবদ্ধতা নিরসনে মাঠে নেমে ঘাম ঝরাতে থাকেন। পানিবদ্ধতার কারণ খুঁজে বের করে তা নিরসনে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। ৬ নং ওয়ার্ডের পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার সুগন্ধা মসজিদ থেকে ক্যামব্রিয়ান স্কুল পর্যন্ত খাল সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

চেয়ারম্যান ফাইজুল বাড়িওয়ালাদের সাথে মিটিং করে খালের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা নিজেদের উদ্যোগে ভেঙ্গে ফেলার জন্য আল্টিমেটাম দিয়ে ঘোষণা দেন, এ ব্যাপারে কারো সাথেই কোন আপোস করা হবে না।

 


তার এ ঘোষণা ম্যাজিকের মতো কাজ করে। ঈদুল আযহার পর পরই সংশ্লিষ্ট বাড়িওয়ালারা নিজেদের উদ্যোগে তাদের বাড়ির সামনের স্থাপনা ভেঙ্গে দেন। গতকাল মঙ্গলবার থেকে ভেকু দিয়ে খাল খননের কাজ শুরু হয়েছে। উন্মুক্ত খাল ডিঙ্গিয়ে বাসায় ঢুকতে কষ্ট হলেও এলাকাবাসীর স্বার্থে বাড়িওয়ালারা তা হাসিমুখে মেনে নিচ্ছেন।

 

 

বুড়ির দোকান ও সুগন্ধা এলাকার জনগণ চেয়ারম্যান ফাইজুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমরা তার কর্মযজ্ঞকে স্বাগত জানাই। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েই আমাদের এলাকার পানিবদ্ধতা নিরসনে যে পরিশ্রম করে যাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন