পূর্বাচলে ৫ দিন ব্যাপি হস্তশিল্প মেলার উদ্বোধন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১২:৪৭ পিএম
বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৫দিন ব্যাপি হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। ২৫ জুন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহরের বাণিজ্য মেলার স্থায়ী প্যাভিলিয়নে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিন উদ্দিন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সিনিয়র সহ সভাপতি আমিন হেলালী, রপ্তানি উন্নয়ন ব্যুরো সচিব বিবেক সরকার প্রমূখ। মেলায় ৩৫টি হস্তশিল্প প্রতিষ্ঠানের ৯৫ টি স্টলে দেশের বিভিন্নস্থান থেকে নারী উদ্যোক্তাসহ ব্যবসায়ীরা অংশ নেন।
এতে বাঁশ, বস্ত্র,পাট,বেত, ছন ব্যবহৃত কুটির শিল্পের আঁওতায় প্রায় ৩ হাজারের অধিক পন্য স্থান পায়। বক্তারা জানান, গত ২৮তম বাণিজ্য মেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে বর্ষপন্য ঘোষণা করেন। ফলে এ হস্তশিল্প নিয়ে দেশী উদ্যোক্তাদের বিদেশী বাজার পাইয়ে দেয়ার প্রচেষ্টায় হস্তশিল্প মেলার আয়োজন হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ রপ্তানি উন্নয়ন ব্যুরো এ মেলায় আয়োজক থেকে আগামীতে আরও বড় পরিসরে করার কথা জানান। এন. হুসেইন রনী /জেসি


