খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১২:৪৭ পিএম
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) বাদ আছর ফতুল্লার একটি মাদরাসায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এ ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি


