জেলা পরিবার পরিকল্পনা’র আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৮:০৬ পিএম
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় জালকুড়ি এলাকাস্থ জেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা’র উপ-পরিচালক স্বপন কুমার শর্মা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম মুশিউর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। এন. হুসেইন রনী /জেসি


