Logo
Logo
×

বিশেষ সংবাদ

আইভীর বাড়িতে পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে ফাতেহা শরীফ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:৫৩ পিএম

আইভীর বাড়িতে পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে ফাতেহা শরীফ
Swapno


পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে হযরত খাজা সৈয়দ নাজমুল হাসান নক্সবন্দ আবুল উলাইয়া (রহ.) খানকায়ে দারুল ইসকে ফাতেহা শরীফ ও দোয়া আয়োজিত হয়েছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় দেওভোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে এ আয়োজন করা হয়।

 

 

এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতি আয়োজনকে মিলনমেলায় পরিণত করে। মিলন মেলায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান, আব্দুল কাদির।

 

 

যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মনিরুজ্জামান মনির, নারী কাউন্সিলর শাওন অংকন, সানিয়া সাউদ প্রমুখ।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন