Logo
Logo
×

বিশেষ সংবাদ

এলোপাথাড়ি গুলি করেন শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমান

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

এলোপাথাড়ি গুলি করেন  শামীম ওসমান  ও তাঁর ছেলে অয়ন ওসমান
Swapno

 

 

নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত ব্যক্তি যিনি নেতিবাচক কর্মকাণ্ডে বারবারই সমালোচিত হতেন সেই নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য শামীম ওসমান। তিনি সকলের কাছে ‘খেলা হবে’ শামীম বলেই পরিচিত। কিন্তু খেলা হবে বলে সব সময় গর্জন করলে ও কখনো খেলতে পারেনি তিনি। শহর জুড়ে যতটুকই খেলেছেন ততটুকু বলা চলে খালি মাঠে গোল দেওয়ার মতোই। তা ছাড়া ও বিভিন্ন সমালোচিত ঘটনার মধ্য দিয়ে গডফাদারের আখ্যা পেয়েছিলেন এই শামীম ওসমান। 

 

এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বিগত ১৭ বছর নারায়ণগঞ্জকে জিম্মি করে চুষে নিয়েছেন তিনি। আর যা করতে তাকে সাহায্যে করেছিলেন নারায়ণগঞ্জে তার পালিত সন্ত্রাসী বাহিনী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এর বাহিরে ও বিভিন্ন কর্মকাণ্ডে তার সাথে সঙ্গ দিতেন নারায়ণগঞ্জের কিছু কতিপয় সাংবাদকর্মী। তা ছাড়া বিগত দিনে ঘটে যাওয়া নারায়ণগঞ্জে ত্বকী হত্যা, ৭ খুনসহ বিভিন্ন আলোচিত ঘটনা ঘটানোর পিছনে তারই বাহিনীরা জড়িত ছিলেন।

 

সে বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলে মানতে কখনোই রাজি ছিলেন না সেই কুখ্যাত শামীম ওসমান। কিন্তু গত মাস জুড়েই ঢাকায় পালিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। যার রেশ গত ১৭ জুলাই হালকাভাবে নারায়ণগঞ্জে পরলে ও গত ১৮ জুলাই ব্যাপক জনসমাহারে সেই আন্দোলনের তীব্রতা লক্ষ্য করা যায়। একই দিনে ছাত্রদের এই অধিকার আদায়ের আন্দোলনে পুলিশ অতর্কিত হামলা চালায়। যার পরপরই দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র হয়ে পরে নগরী। 

 

আন্দোলনের খবর ছড়িয়ে পরলে বিকালে শামীম ওসমানের নিদের্শে তার ছেলে অয়ন ওসমান তার পালিত ছাত্রলীগ নিয়ে সেদিন প্রকাশ্যে শহরে ছাত্র-জনতার উপরে হামলা-ভাঙচুর ও এলোপাথাড়ি গুলি ছুঁড়েন যাকে ঘিরে আহত হন অনেকেই। কিন্তু গত (১৯ জুলাই) ছাত্র-জনতা আবারো নিজেদের ঘোষিত কর্মসূচি পালনে মাঠে নামলে সাবেক সাংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে ছাত্র-জনতার আন্দোলন দমাতে অস্ত্র হাতে মাঠে নেমে পরেন। 

 

এর প্রকাশ্যে ছাত্র-জনতার উপরে তাক করে গুলি ছুঁড়েন। চাষাড়া থেকে শুরু করে ডিআইটি, ২ নাম্বার গেইট, জিমখানা, মন্ডলপাড়া এলাকা পর্যন্ত ইচ্ছে মতো গুলি ছুঁড়তে থাকেন সেই গুলির আঘাতে অনেকেই আহত হন। পরবর্তীতে চাষাড়া রাইফেল ক্লাব থেকে শুরু করে জালকুড়ি পর্যন্ত গুলি ছুঁড়তে ছুঁড়ছে যান সেই কুখ্যাত গডফাদার শামীম ওসমান। সেদনি তার সাথে ছিলেন তার ছেলে অয়ন ওসমান। 

 

তারা সেদিন নিজেদের ফিল্ম স্লাইলে নারায়ণগঞ্জে নিজেদের উন্থান ধরে রাখতে চেয়েছিলেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সেদিন প্রকাশ্যে অস্ত্র নিয়ে শামীম ওসমানের সাথে ছিলেন, তার ছেলে অয়ন ওসমান, তার শালা যুবলীগ নেতা নিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, আওয়ামী লীগ নেতা নিয়াজুল, অয়ন ওসমানের বডিগার্ড যুবলীগ নেতা আহম্মেদ কাউসার, ছাত্রলীগ নেতা রাফেল, রিয়াদ, শামীম ওসমানের নিজস্ব সংবাদকর্মী রাজু আহম্মেদসহ আরো অনেকেই।

 

 সেদিন এদেরকে প্রকাশ্যে ছাত্র-জনতার উপরে গুলি ছুঁড়তে দেখা গেছে। তাদের এই আক্রমনে অনেকেই আহত-নিহত হয়েছেন ইন্টারনেট বন্ধ থাকায় তার সঠিক হিসাব কাউর কাছে জানা নেই। এই তাণ্ডব শেষ করে সব্বোর্চ তিনি পালিয়ে যান তার ঢাকার বাসায়। পরবর্তীতে দুই দফায় তার পার্সোল ক্লাব রাইফেল ক্লাবে বসে মত-বিনিময় সভা করে ও নেরতাকর্মীদের মাঠে নামাতে না পেরে ঢাকায় পারি দেন সেই গডফাদার শামীম ওসমান। 

 

এর পর তিনি নারায়ণগঞ্জে বেশি না আসায়  দেশ ছেড়ে পালিয়ে থাইল্যান্ড যাওয়ার খবর ছড়িয়ে পরলে তিনি ঢাকায় তাদের দলীয় এক নেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই পুরনো ‘খেলা হবে’ স্লোগান দেন। এর পর থেকেই লাপাত্তা ছিলেন শামীম ওসমান। এ দিকে গত (৫ আগষ্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুন্থানের ঘটনার পর পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

তার পদত্যাগের খবর পেয়ে সারা দেশে ঈদের মতোই আনন্দ মিছিল-উল্লাস পালন শুরু করে সাধারণ জনগণ। আবার কোথাও কোথাও মিষ্টি বিতরণ হচ্ছে। এই বার এই ছাত্র-জনতার উপরে অস্ত্র নিয়ে হামলা করা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানকে খুঁজছে ছাত্র-জনতা। খোঁজ নিয়ে জানা গেছে, তারা তাদের নেত্রী শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়ে পালিয়েছেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন