হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের কড়া হুশিয়ারি দিলেন শাহেদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:২৬ এএম
সিদ্ধিরগঞ্জ ১০ নং ওয়ার্ডের হাজারীভাগ হিন্দুপাড়ায় একজন হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে বিএনপির নাম পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন একই এলাকার যুবদল নেতা পরিচয় দানকারী কথিত মিলন, মানিক, মাসুদ। এই ঘটনার পরদিনই খোঁজ পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান যুবদল নেতা শাহেদ আহম্মেদ আর সেই মহল্লায় মাইক দিয়ে সন্ত্রাসীদের নাম উচ্চারণ করে কড়া হুশিয়ারি দেন তিনি। এমনকি সিদ্ধিরগঞ্জ থানা যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আসে প্রত্যেকদিন এলাকার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের খোঁজ খবর রাখার জন্য।
শুক্রবার ( ৯ আগষ্ট ) বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পরিদর্শন করে স্থানীয়দের ও সেই এলাকায় থাকা তাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আসেন। পরবর্তীতে সেখানকার হিন্দু সম্প্রদায়ের সকলেই যুবদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ বলেন, গত বৃহস্পতিবার রাতে হিন্দু সম্প্রদায়ের একজন একজন মা আমাকে কল দিয়ে কান্না করে বলে থাকে যে, তার সন্তানের কাছ থেকে ছুরি ঠেকিয়ে এই মহল্লার কে বা কারা চাঁদা দাবি করেছেন। পরবর্তীতে সেটা শুনেই আমি আমাদের নেতাকর্মীদের নিয়ে এখানে ছুঁটে আসি। বর্তমানে বাংলাদেশ নতুন করে সংস্কার হচ্ছে, এখন এই দেশের সন্ত্রাসী, দূর্নীতির কাছ থেকে দেশকে নতুন করে গড়ার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা একত্রিত হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারীকে বিদায় করা হয়েছে।
তিনি বলেন, এখন যদি হিন্দু সম্প্রদায়ের কোন ভাইকে বা বোনকে বিএনপির নাম বিক্রি করে কোন সহিংসতা করতে চায়।
আপনারা সাথে সাথে আমাদের সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের শফিক, মন্টু ভাই, সোহেল আছে দয়া করে তাদেরকে বিষয়টা অবগত করবেন। এখন তিনি যেই হোক না কেন, তার উপযুক্ত শাস্তি আমরা করবো। তিনি আরো বলেন, এর পরে ও যদি আপনাদের ভিতরে কোন ভয় থাকে তাহলে আমাদের জানাবেন তাহলে আমরা আমাদের যুবদলের নেতাকর্মীদের দ্বারা এই মহল্লায় দিন-রাত পাহারার ব্যবস্থা করে দিবো।
নারায়ণগঞ্জে আমরা কোনো দখল ও জুলুম নির্যাতনের পক্ষ না। আর নারায়ণগঞ্জে কোনো হিন্দু সম্প্রদায়ের সম্পতি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান কেউ জোর করে দখল ও তারা মারবেন আর আমাদের দলের বদনাম করবেন আমরা কিন্তু মেনে নিবো না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছেন সারাদেশে শান্তি বজায় রাখার জন্য। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। আমরা নারায়ণগঞ্জ যুবদলের নেতাকর্মীরা সার্বক্ষণিক তার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি।
সর্বশেষ যুবদল নেতা শাহেদ হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছ থেকে ৫০,০০০ টাকা চাঁদা দাবী করা মিলন, মানিক, মাসুদকে কড়া হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা যেই হোন এখন ও সময় আছে ভালো হয়ে যান। পরবর্তীতে তিনি সিদ্ধিরগঞ্জ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যান প্রত্যেকদিন একবার হলে ও এই মহল্লায় এসে হিন্দু ভাই ও বোনদের খোঁজ খবর নিতে আর নিয়মিত আপডেট তাকে দেওয়ার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন, পূজা কমিটির সভাপতি ও আইল্পারা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক পবিত্র বর্মন এবং সাধারণ সম্পাদক গোপাল বার্মা, সিদ্ধিরগঞ্জ যুবদলের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকসহ এলাকার যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।


