লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ মহানগর বিএনপির
লিমন দেওয়ান
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন প্রত্যেকটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের ডাকাতি, লুটপাট ও সকল অপকর্মের বিরুদ্ধে গড়ে তুলে ও যারা লুটেরা গ্রুপে জড়িত বা নেতৃত্ব দিচ্ছেন তাদের নাম, ঠিকানা এবং বাবার নামের তালিকা সংগ্রহ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
গত ৬,৭,৮,৯ এই চারদিন যাবৎ নিয়মিত বিভিন্ন্ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নেতাকর্মীদের সাথে কথা বলে বিভিন্ন নির্দেশনা ও লুটেরাদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি বক্তব্যে দিয়ে আসছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।
ডাকাত চক্র ও লুটেরাদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, কোথাও যদি কোনো রকমের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে অথবা কোনো স্থাপনা ভাঙচুর বা দখল করার চেষ্টা করে তাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আইনের হাতে সোপর্দ করবেন।
বিশৃঙ্খলাকারি, নাশকতাকারি, মানুষের জানমালের ক্ষতি করা কোনো ব্যক্তির ঠাঁই বিএনপিতে হবে না। বিএনপি একটি সুশৃঙ্খল দল। শান্তিপ্রিয়, গণতান্ত্রিক দল। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের যারাই আছেন সোচ্চার থেকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিহত গড়ে তুলতে হবে।
তারা আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা যারা আছেন সকলেই নিজ নিজ স্থান থেকে খোঁজ খবর রাখবেন কারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তাদের নাম, ঠিকানা, বাবার নাম দিয়ে তালিকা তৈরি করে আমাদের নিকট দিবেন। আমরা সেই তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতমাকর্মীরাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মী প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি


