শহরে শৃৃৃঙ্খলা ফিরাতে ব্যস্ত শিক্ষার্র্থীরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৬:১৫ পিএম
কেউ করছে পরিষ্কার-পরিচ্ছন্নর কাজ ও কেউ আবার যানবাহন নিয়ন্ত্রনে ব্যস্ত। এরা আর কেউ নন নগরীর বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী। নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাড়িয়ে শিক্ষার্থীরা নানা কাজে ব্যস্ত সময় পার করছে। ছাত্র-জনতার আন্দোলনের পরপরই রাস্তাঘাটে দেখা যায়নি কোনো ট্র্রাফিক পুলিশ, যার কারনে নিয়ন্ত্রন হারা হয়ে পরেছিল টাফিক ব্যবস্থা। এ অবস্থায় সবকিছু নিয়ন্ত্রন করার জন্য সকাল থেকে রাত পযর্ন্ত সড়কে নেমে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।
তাদের এই উদ্যোগ দেখে সন্তুষ্ট ও প্রশংসা করছেন সাধারণ জনগণ। শহরে শৃৃঙ্খলা ফেরাতে এই রোদ বৃষ্টির মধ্যে কাজ করে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা। সারিবদ্ধভাবে যানবাহন চলাচল ও হেলমেট পরার ব্যাপারেও সচেতন করছে তারা। ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করা অবস্থায় কিছু শিক্ষার্থীকে দেখা যায় যানযট নিরসনে যেখানে-সেখানে যাত্রিবাহী গাড়ি দারিয়ে রাখছেননা। আবার কাউকে দেখা যায় আবর্র্র্জনা কুড়িয়ে ও ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন।
সেখানে এক শিক্ষাথী হাসান জানান, সকালে হঠাৎ বৃৃষ্টি হওয়ার কারনে আমাদের এই পরিচ্ছন্ন কর্র্মসূচি পালন করতে কিছুটা বাধাগস্ত হই। পরে আমরা কয়েকজন হাসপাতাল এলাকা থেকে শুরু করি পরিচ্ছন্নতার কাজ।। জনগনের পাশে প্রয়োজনে আরো কিছু করনীয় থাকলে তাও করবো।
নারায়ণগঞ্জ কলেজের শিক্ষাথী অহনা বলেন,আমাদের কলেজ থেকেঅনেকেই ট্রাফিকের দায়িত্বে আছে। আর আমাদের শহরে যে ছোট-খাটো সমস্যাগুলো আছে সেগুলো আমরা সকলে একবদ্ধ হয়ে কাজ করলে দ্রুত ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমাদের সাথে সাধারন জনগনেরও নগরীর প্রতি দায়িত্ব আছে। একতাই বল ,এক সাথে থাকলে সব সম্ভব। এন. হুসেইন রনী /জেসি


