Logo
Logo
×

বিশেষ সংবাদ

ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১১:১২ এএম

ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন
Swapno



সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে নাসিক ৫নং ওর্য়াড কাউন্সিলর জি,এম,সাদরিল ও সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের স্থায়ীদাতা সদস্য জাকির হোসেন নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়। গতকাল রবিবার (১১ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড ও ফতুল্লা শিবু মার্কেট এলাকায় শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরন করা হয়।

 

 

এসময় কাউন্সিলর জি,এম,সাদরিল বলেন, দেশজুড়ে  ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে শিক্ষার্থীরা। বিভিন্ন পেশাজীবীর মানুষ  শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড ও ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে নিজ উদ্যোগে আমরা খাবার বিতরন করছি।    

 

 

এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। সড়ক থেকে সরে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন