Logo
Logo
×

বিশেষ সংবাদ

শনিবার চালু হচ্ছে মেট্রোরেল  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১১:৫৩ এএম

শনিবার চালু হচ্ছে মেট্রোরেল  
Swapno


আবারও চালু হচ্ছে রাজধানী ঢাকার জনপ্রিয় জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হতে পারে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। তার আগে এখন মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

 

 

গতকাল রোববার প্রথম ধাপ হিসেবে হেঁটে হেঁটে পুরো মেট্রোরেলের পথ পরীক্ষা করেছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ জানায় আগামীকাল (আজ) সোমবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। মঙ্গলবার যাত্রীবিহীন (ব্ল্যাঙ্ক) ট্রেন পরিচালনা শুরু করে মেট্রোরেল যাত্রী ছাড়া কয়েক দিন চালানো হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়।

 

 

সে সময় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী মেট্রোরেল চলাচলের বিষয়টি তুলে ধরলে প্রধান উপদেষ্টা তা দ্রুত চালুর নির্দেশনা দেন। তবে যাত্রী নিয়ে চলাচল শুরুর আগে মেট্রোরেলের জন্য আলাদা নির্ধারিত থাকা যে পুলিশ রয়েছে তাদের উপস্থিতিও নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।
 

 


এর আগের গত ১০ আগস্ট শনিবার মিডিয়ায় প্রকাশিত সংবাদে জানা যায় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত পেলে যেকোন সময় চালু করা সম্ভব মেট্রোরেল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায়সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

অন্যান্য  স্টেশনগুলো অক্ষত আছে। তাই এই দুটি স্টেশন বাদ দিয়ে বাকি ১৪টি স্টেশনের মধ্যে মেট্রোরেল যেকোনো সময় চালু করা সম্ভব। তবে আন্দোলনের সময় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই দুটি স্টেশনে মেট্রোরেল থামবে না।
 

 


উল্লেখ্য গত ১৮ জুলাই মিরপু-১০ নম্বর গোলচত্বরে অবস্থিত পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল থেকেই মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরেরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এরপর থেকে আর মেট্রোরেল চালু করা হয়নি।

 

 

এরপর ২৭ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, ‘মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না।’ তবে সরকার পরিবর্তনের কারণে সাবেক এই মন্ত্রী এখন আত্মগোপনে চলে গেছেন।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন