ডিসি-এসপি সাথে জেলা ও মহানগর জামায়াত নেতাদের সাক্ষাৎ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৮:০৫ পিএম
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর ও জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জামায়াত নেতৃবৃন্দ সাক্ষাতের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক ভাবে চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও নারায়ণগঞ্জে সার্বিক শান্তিশৃংখলা বজায় রাখার ব্যাপারে যথা যথ পদক্ষেপ নেয়ার আহবান জানান। নেতৃবৃন্দ এক্ষেত্রে জনগনের জানমাল রক্ষা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার ক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে সাধ্য মাফিক সহযোগীতার ব্যাপারে আশ্বাস দেয়া হয়।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভোকেট মাইনুদ্দিন মিয়া, ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি রাকিবুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী জনাব জাকির হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ইলিয়াস মোল্লা, মহানগরী সহকারী সেক্রেটারী জনাব জামাল হোসেন, নারায়ণগঞ্জ আইনজীবী সংগঠনের থানা সভাপতি এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারি অ্যাডভোকেট নিজামুদ্দিন। এছাড়াও জেলা ও মহানগরী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


