দেশ সংস্কারে নতুন সাজে নগরীর বিভিন্ন দেয়াল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৭:১৬ পিএম
নগরীতে জীর্ণশীর্ন দেয়ালে রং তুলির ছোয়ায় তুলে ধরেছে বৈষম্যবিরোধী আন্দোলনের চিত্র। এরা আর কেউ নন নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থিরা। সেখানে আকাঁ হয়েছে আন্দোলনে শহিদ হওয়া আবু সাইদের চিত্র, অপরপাশে প্রতিবাদের ডাক, সাম্প্রদায়িক বন্ধনের চিত্র ফুটিয়ে তুলেছে। শুধু কলেজের ক্যাম্পাস নয়, নারায়ণগঞ্জ নগরীর কলেজ রোড থেকে শুরু করে চাষাড়া চত্ত্বর, শহিদ মিনার, সরকারি-বেসরকারী বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে আকাঁ চিত্রের মাধ্যমে কাজ চলছে দেশ সংস্কারের।
এভাবে বিভিন্ন ধরনের প্রতিবাদের উক্তি তুলে ধরছে শিক্ষাথীরা। অন্যদিকে চাষাড়া শহিদ মিনারে বেশিরভাগ গাছ পরিষ্কার করে রং করা হয়েছে। সেই সাথে দেয়ালের ফলকগুলোও ধুয়ে পরিষ্কার করেছে তারা। যে দেয়াল গুলোতে ছিল নানা ধরনের বিজ্ঞাপনে ভরপুর সেখানে আজ বৈষম্যবিরোধি আন্দোলনের শিক্ষাথীদের ও কোটা আন্দোলনের শ্লোগানসহ সমাজসস্কারমুলক চিত্র রং এর ছোয়ায় তুলে ধরছে। এদিকে চলার পথে পথচারীরা এই দৃৃষ্টিনন্দন সব গ্রাফিতি দেখে কেউ দাড়িয়ে ভিডিও করছেন আবার অনেকে তুলছেন ছবি।
সেখানে বেশ কয়েকজন শিক্ষাথীদের সঙ্গে কথা হয়। তাদের মধ্যে একজন দেয়ালে রং তুলি দিয়ে চিত্র আকঁতে থাকা তুলারাম কলেজের শিক্ষার্থী মাহি বলেন, এই আন্দোলনে আমরা একরকম হতাশার মধ্যে ছিলাম। এখন যখন আবার নতুন করে বিজয় দেখতে পেরেছি তাই আমরা এই দেয়ালে আকাঁর মাধ্যমে পরবর্তিতে আরো কি করনীয় আছে ,কি কি লাগবে সরকােেরর কাছে, জনগনের কাছে সেগুলো তুলে ধরছি। আর এই চিত্রকলাপ দেখে অনেকেই আমাদের প্রশংসা করছেন। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ কলেজের এক শিক্ষার্থী বলেন,আমাদের স্কুল-কলেজের যে প্রতিষ্ঠান গুলো আছে সেখানেও গ্রাফিটি করে চব্বিশ এর স্বাধিনতাকে নতুন করে ফুটিয়ে তুলছি। এখানে এই দেয়ালিকায় সম্প্রদায়িক ধর্মের চিত্র উল্লেখ্য করছি, নতুন করে তরুনদের দেশ গড়ার স্বপ্ন এবং এতো কষ্টের মাধম্যে যে এই স্বধিনতাটা পেয়েছে ছাত্র-ছাত্রীরা তা চেষ্টা করছি তুলে ধরার। এন. হুসেইন রনী /জেসি


