শরীফ হোসেনের নেতৃত্বে দুই শতাধিক হোন্ডা আনন্দ মিছিল
মো. সুলতান
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১১:৪৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জম্মদিন উপলক্ষে বিএনপি নেতা শরীফ হোসেন এর নেতৃত্বে প্রায় দুই শতাধিক হোন্ডা নিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকালে ফতুল্লা নয়ামাটি এলাকার থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক ও ১০নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এলাকা ঘুরে পূর্নরায় নয়ামটি এলাকায় শেষ হয়।
বিএনপি নেতা শরীফ হোসেন বলেন, আজ আমাদের অভিভাবক ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তার জন্য সকলে দোয়া করবেন। যাতে তিনি খূব তারতারি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এবং আগামীতে দেশের হাল ধরতে পারেন।
এবং আমাদের দেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে যে সকল মিক্ষার্থীরা শহীদ হয়েছে তাদের জন্যও দেয়া করবেন। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক যাতে কোন ধরনের জামেলা তৈরি না হয়। আর যাতে সাধারন মানুষের উপরে কোন ধরনের জুলুম নিজাতন না হয় সেদিকে সকলে খেয়াল রাখবেন এবং সকলে সকলের জন্য দেয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ১০নং ওয়ার্ড যুবদলে সিনিয়র সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন সানি, নয়ামাটির এলাকার মামুন , বাদশা, রফেত আলী, সবুজ প্রমূখ।এন. হুসেইন রনী /জেসি


