Logo
Logo
×

বিশেষ সংবাদ

সেই তরুণ ক্যাপ্টেনকে সেনাপ্রধানের ধন্যবাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

সেই তরুণ ক্যাপ্টেনকে সেনাপ্রধানের ধন্যবাদ
Swapno


একজন তরুণী বাংলাদেশ সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে ভর্ৎসনা করছেন। তরুণীটির মুখের দিকে নির্বিকার তাকিয়ে আছেন সেই ক্যাপ্টেন। আশপাশের কেউই ওই তরুণীকে থামাতে পারছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত শান্তই ছিলেন ক্যাপ্টেন আশিক। মুহূর্তেই ভাইরাল হওয়া এমন একটি ভিডিও দেখে, ক্যাপ্টেন আশিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

 

 

তরুণীর এমন আচরণের বিপরীতে অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া ক্যাপ্টেন আশিকের পেশাদারির বার্তা পৌঁছে গেছে সেনা সদরেও। পেশাদারি এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় ক্যাপ্টেন আশিককে সেনা গৌরব পদক (এসজিপি) প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিজ কার্যালয়ে ডেকে তাঁকে এ সম্মাননা দেন। প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারি বজায় রাখায় ক্যাপ্টেনকে সাধুবাদ জানান।

 

 

ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পুরস্কৃত হওয়া ছবির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সেনা প্রধানের হাতে থেকে নেওয়া পুরস্কারের ছবিও আবার ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ তা শেয়ার করে প্রশংসা করতে থাকেন বাংলাদেশ সেনাবাহিনী ও ক্যাপ্টেন আশিককে।      এন. হুসেইন রনী  /জেসি     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন