Logo
Logo
×

বিশেষ সংবাদ

ব্যাক টু দ্য প্যাভিলিয়ন!

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম

ব্যাক টু দ্য প্যাভিলিয়ন!
Swapno


আজ থেকে মাত্র ১৫ দিন আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে টানা চার বার শপথ গ্রহণের পর মাত্র ছয় মাসের মাথায় স্রেফ নির্বুদ্ধিতার কারণে চাটুকারবেষ্টিত শেখ হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ সরকারের একচোখা নীতি এবং একের পর এক ভুল পদক্ষেপ গ্রহণের কারণে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে সারাদেশে ছড়িয়ে পড়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়।

 

 

শেষ পর্যন্ত একটা সময়ে এসে এই গণঅভ্যুত্থানে টিকতে পারার মতো যাবতীয় শক্তি হারিয়ে ফেলে আওয়ামী লীগ সরকার। অবশেষে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে পদত্যাগ করে ছোটবোন শেখ রেহানাসহ পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেন শেখ হাসিনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হ্যাট্রিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ছিলেন শেখ হাসিনার খুবই স্নেহের, খুবই আদরের। নির্বাচনে বিজয়ী হওয়ার পর শেখ হাসিনসা আইভীকে গণ ভবনে ডেকে নিয়ে বুকে টেনে নেয়ার সেই দৃশ্য নারায়ণগঞ্জবাসীর মনে চিরদিনের মতো গেথে আছে।

 


গত পরশু এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করেছেন দেশের বর্তমান ক্ষমতাসীন অন্তর্ববর্তীকালীন সরকার। সরকারের এমন সিদ্ধান্তে বিন্দুমাত্র বিচলিত হননি তিনি। কারণ তিনি ধরেই নিয়েছিলেন, খুব শীঘ্রই এমন একটি আদেশ আাসতে পারে। মেয়রের চেয়ার ছাড়ার পর থেকেই তিনি নিজেকে খুব হাল্কা ভাবতে শুরু করেছেন।

 

 

নগরভবনে বিদায়ী ভাষণে তিনি অতীতের মতো আগামী দিনেও নারায়ণগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছেন। কিন্তু তা কি সম্ভব হবে! দীর্ঘ ২১ বছরের কর্মভারে তিনি এখন ক্লান্ত পরিশ্রান্ত । এখন তার বিশ্রাম প্রয়োজন। আর তাই আইভী তার প্রবাসী স্বামীর কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে কানাঘুষা চলছে। তবে তার অত্যন্ত আদরের ছোটভাই মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক উজ্জলকে হত্যা মামলার আসামী করায় তিনি মুষড়ে পড়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

 

 

অপরদিকে তার প্রতিপক্ষ বলে বেড়াচ্ছে, দেওভোগে আইভীর প্রাসাদ ‘হোয়াইট হাউস’ নির্মাণের কোটি কোটি টাকার উৎস কি? কোথায় পেলেন তিনি এতো টাকা! এই টাকার উৎস খুঁজতে দ্রুততম সময়েই নাকি আইভীর বিরুদ্ধে দুদক মামলা করতে যাচ্ছে! তবে এখনো পর্যস্ত সংক্রান্ত খবরের কোন সত্যতা পাওয়া যায়নি।

 


টানা প্রায় ২১ বছর সেলিনা হায়াৎ আইভী নগরবাসীর সেবায় রাতদিন কাজ করেছেন। কোনরকম অলসতাই তাকে তার কাজ থেকে বিরত রাখতে পারেনি। তার অক্লান্ত পরিশ্রমের ফসল ‘রাসেল পার্ক’ আজ সগর্বে দাঁড়িয়ে তার কর্মযজ্ঞের কথা জানান দিচ্ছে। তার নিজ দলেরই প্রতিপক্ষ বার বার তার উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

 

 

কিন্তু সরেজমিন তদন্তের পর আইভীর কোন কাজেই দুর্নীতির কোন প্রমাণ পাননি তদন্তকারি টিম। অপরিসীম আত্মবিশ্বাস বুকে ধারণ করে দৃঢ়তা আর সাহসের সাথে প্রতিপক্ষের যাবতীয় ষড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করেছেন। তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে নাম ধরে ধরে  চিৎকার করে তার প্রতিপক্ষের বিভিন্ন অন্যায় কাজের প্রতিবাদ করেছেন যা ইতোপূর্বে আর কেউ করার সাহস পায়নি।

 

 

তার সাহসে বলীয়ান হয়ে নারায়ণগঞ্জের তরুণ সমাজ ওই নষ্টচক্রের বিরুদ্ধে ফুঁসে ওঠার শক্তি পেয়েছিলো। তিনি সিটি কর্পোরেশনের দাপ্তরিক ও নানা উন্নয়নকাজে ব্যস্ত থাকতেন বলে নিজের রাজনৈতিক দলের কার্যক্রমে সবসময় সশরীরে উপস্থিত থাকতে পারতেন না। তার রাজনৈতিক প্রতিপক্ষ এটাকে হাতিয়ার বানিয়ে তাকে রাজনৈতিকভাবে কোনঠাসা করার অপচেষ্টায় লিপ্ত থাকতো।
 

 


প্রসঙ্গত, ২০০৩ সালে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিজয়ী হয়ে নারায়ণগঞ্জ পৌর সভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০১১ সালে পৌর সভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পর টানা তিনটি নির্বাচনেই আইভী বিপুল ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে  হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। আগামী দিনের নির্বাচনেও তাকে হারানোর মতো প্রার্থী খুঁজে পেতে অনেক বেগ পেতে হতো। নির্বাচনি মাঠে আইভীর ইস্পাতকঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়ানোর মতো অবস্থা কোন প্রার্থীরই নেই।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন