Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:২৭ এএম

শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
Swapno

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় গুলিবিদ্ধ মনির হোসেন নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামী করে তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে ৩ থানায় ৪টি মামলার আসামী হলেন এই ওসমান পরিবার। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় নিহত মনিরের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে হত্যা দায়ের করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আমীর খসরু মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

হত্যা মামলায় আসামী করা হয়েছে, এ.কে.এম শামিম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন, আজমেরী ওসমান, অয়ন ওসমান, শাহ নিজাম, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান (মতি) মামলায় আরো আসামী হিসেবে আছেন,  মো.ওমর ফারুক (৪৮), পিতা- মৃত হাজী ইউনুস, ঠিকানা মিজমিজি, হাবিবুল্লাহ হবুল (৫০), পিতা- আহসান উল্লাহ, ঠিকানা ওয়াবদা কলোনী, মো. সাদেক আলী (৬২), পিতা- সামসুল হক, ঠিকানা কড়ই বাড়ী, বারপাড়া, বন্দর, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল (৪৪), শিব্বির আহমাদ (৪০), পিতা- রজ্জব আলী, সহ-সভাপতি স্বেচ্ছাসেবক লীগ, সিদ্ধিরগঞ্জ, দেলোয়ার হোসেন সরকার (৫৯), পিতা- অজ্ঞাত, ঠিকানা হিরাঝিল, আব্দুল হান্নান (৪০), পিতা- মৃত আব্দুল মান্নান, ঠিকানা পাগলাবাড়ী,

 

 রুহুল (৪২), পিতা-গলেনুর, সাং- মক্কিনগর, মফিজুল ইসলাম (৪৫), পিতা- অজ্ঞাত, ঠিকানা পাইনাদি নতুন মহল্লা, ফয়সাল (৪০), পিতা- সামসু মিয়া, ঠিকানা পাগলাবাড়ী, নজরুল দারোগা (৭০), পিতা- অজ্ঞাত, ঠিকানা নতুন মহল্লা, আতাউর রহমান (৫০), পিতা- অজ্ঞাত, ঠিকানা সি.আই খোলা, এলাহি নেওয়াজ (৬৫), পিতা- অজ্ঞাত, ঠিকানা পাইনাদি নতুন মহল্লা, শাহজাহান (৪৫), পিতা- মৃত নিল খা, ঠিকানা পাগলাবাড়ি, জয়নাল আবেদীন (৫১), পিতা- অজ্ঞাত, সাং- আল-বালাগ স্কুল, পাইনাদি নতুন মহল্লা, ২৩। আল আমিন, পিতা- অজ্ঞাত, এম.পি চুমকির পি.এস (গাজীপুর), সাং- বাদলের বাড়ী, পাইনাদি নতুন মহুয়া, রহমত উল্লাহ (৫০), পিতা- গেদু মিয়া, সাং- পাগলাবাড়ি, টাইগার ফারুক (৪৭), পিতা- অজ্ঞাত, সাং- সি.আই খোলা, 

 

সাইফুল (৪৩), পিতা- গুলজার, সাং- নুর মেম্বার পুল, কবির (৫৫), পিতা- মনসুর, সাং- সি.আই খোলা, মুহিন (৫০), পিতা- মনসুর, সাং- সি.আই খোলা, লেতুর সামাদ (৫৫), পিতা- অজ্ঞাত, সাং- তালতলা ক্লাব, সিরাজ মন্ডল (৫৫), পিতা- অজ্ঞাত, সাদেক মন্ডল (৬৩), পিতা- অজ্ঞাত, সাং- হিরাঝিল, মজিবর মন্ডল (৬২), পিতা- অজ্ঞাত, পানি আক্তার (৩৫), পিতা- করিম কসাইর, সাং- সুমিলপাড়া রেল লাইন, গুলু মেম্বার (৬৯), পিতা- অজ্ঞাত, রিপন কাউন্সিলর (৪৫), পিতা- অজ্ঞাত, হান্নান হাজী (৪৮), পিতা- অজ্ঞাত, আলমগীর হাজী (৪৫), পিতা- অজ্ঞাত, জাবের হোসেন (৪৫), পিতা- এনামুল হক, আক্তার হোসেন (৪৮), পিতা- এনামুল হক, শাহাবুব আলম সুমন (৪৪), পিতা- অজ্ঞাত, সেলিম মজুমদার (৫১), পিতা- অজ্ঞাত, 

 

সজু (৩৮), পিতা- হুমায়ুন কবির, সর্ব সাং- কদমতলী, টাল মজিবুর (৫৮), পিতা- অজ্ঞাত, সাং- নতুন বাজার, মন্টু (৬৫), পিতা- অজ্ঞাত, সাং- কদমতলী, আকতার (৪৮), পিতা- সিদ্দিক মুন্সি, সাং- মিজমিজি বড় বাড়ী, বিদ্যুৎ (৪৮), পিতা- অজ্ঞাত, সুমন (৫০), পিতা- অজ্ঞাত, সোহান (২৮), পিতা- অজ্ঞাত, লুৎফর (৪৫), পিতা- অজ্ঞাত, স্বপন (৪৪), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- পাইনাদি,  তপন (ছাত্রলীগ নেতা), পিতা- অজ্ঞাত, সাং- হিরাঝিল আ/এ রোড, ইলিয়াস (৩২), পিতা- আনোয়ার কাউন্সিলর ১ নং ওয়ার্ড, নাং- নুর মেম্বারের বাড়ী, তাজিম বাবু (৫৫), পিতা- অজ্ঞাত, সাং- আটগ্রাম, রমজান আলী (৬০), পিতা- অজ্ঞা, সাং- সাইলগেট, বাদল মিয়া (মেম্বার) (৬৫), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- নুর মেম্বার পুল,

 

 অলি (৫৮), পিগ- অজ্ঞাত, রওশন চেয়ারম্যান এর ভাই, সাং- তালতলা, লতিফ উকিল, পিতা- অজ্ঞাত, সাং- পাইনাদি,  শহি কুর রহমান (৪৮), পিতা- অজ্ঞাত, নুরুদ্দিন (৫৫), ৪ নং ওয়ার্ড কাউন্সিলর, পিতা- অজ্ঞাত, মোল্লা শহীদ (৫৫), পিতা- অজ্ঞাত, সাং- বাদশা মিয়া রোড, ডেমরা, আবু সাঈদ (৫১), পিতা- অজ্ঞাত, সাং- মুক্তিনগর, ইফতেখারুজ্জামান (৬০), পিতা- অজ্ঞাত, সাং- কোনাপাড়া, ডেমরা, ঢাকা, ৬৩। নেসার উদ্দিন (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- ধনু হাজী ইদগাহ, জাহাঙ্গীর (৩৮), পিতা- অজ্ঞাত, সাং- মিজমিজি, জজ মিয়া (৪৫), পিতা- বাদশাহ মিয়া, সাং- পাগলাবাড়ি, বাবু (৩২), পিতা- আব্দুল কাশেম, সাং- পাইনাদি নতুন মহল্লা, মানিক মাষ্টার (৪৫), পিতা- মাইনুদ্দিন, সাং- আইলপাড়া, রবিন (৩২), পিতা- আক্তার হোসাইন, সাং- সুমিলপাড়া, রেললাইন, 

 

আশরাফ (৪২), পিতা- বাচ্চু মিয়া, সাং- এস.ও রোড, বায়রাবাড়ী, মতিউর রহমান সাগর (২৮), পিতা- অজ্ঞাত, সাং- সিদ্ধিরগঞ্জ, বি কে বাপ্পি (৪০), পিতা- অজ্ঞাত, দুলাল হাজারী (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- পি.এম মোড়, এম এ স্বপন (৪৪), পিতা- নুর আলম, সাং- এস.ও মন্ডলপাড়া, নুরুজ্জামান (৪২), পিতা- অজ্ঞাত, সাং- আইলপাড়া, শাহ আলী মানিক (৪৫), পিতা-আব্দুর রউফ, সাং- ধনু হাজী রোড, পাইনাদি নতুন মহল্লা, জোবায়ের আলম, পিতা- রোহান, সাং- সুমিলপাড়া,  আবু, পিতা- অজ্ঞাত, সাং- সোনামিয়া মার্কেট, শাহরিয়ার রহমান বাপ্পি (৩৫), সাং- ২ নং ঢাকেশ্বরী বাসষ্ট্যান্ড, সিফাত খান (২৮), পিতা- অজ্ঞাত, সাং- সিদ্ধিরগঞ্জ বাজার, হিরা (৫০), পিতা- রেহান উদ্দিন, সাং- সুমিলপাড়া,  

 

জোবায়ের (২৪), পিতা- মৃত বাছেত, সাং- পাগলাবাড়ি, ইমরান (৩৫), পিতা- ছাতু মিয়া, সাং- রহমতনগর, ভাগিনা মামুন, পিতা- আতাউর, সাং- এস. ও মন্ডলপাড়া, শামীম, পিতা- কালু মিয়া, সাং- সুমিলপাড়া, রেললাইন, এড. মহাসিন মিয়া (সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি), পিতা- অজ্ঞাত, সাং- কল্যান্দী, থানা- বন্দর, জাহাঙ্গীর (৬০), পিতা- নুরু মেম্বার, সাং- বাতানপাড়া, নুর হোসেন, পিতা- লেবার মজিবুর, সাং- এস.ও, রবিউল, পিতা- সফর আলী, সাং- আইলপাড়া, ফারুক হোসাইন বাচ্চু, পিতা- সালাউদ্দিন, সাং- শিমুলপাড়া, ইব্রাহীম, পিতা- লিটন ড্রাইভার, সাং- শিমুলপাড়া, ৯১। মনির, পিতা- জমির বাবু, সাং- কদমতলী, কলেজপাড়া, মুখান (৪০), পিতা- অজ্ঞাত, সাং- সিদ্ধিরগঞ্জ পুল, স্বপন (৩৫), পিতা- আব্দুস সাত্তার, সাং- সুমিলপাড়া,

 

 মাসুম (৩৩), পিতা- অজ্ঞাত, সাং- তালতলা ক্লাব, আনোয়ার (৫২), পিতা- সিদ্দিক হুজুর, রাজিব, পিতা- মফিজ, উভয় সাং- পাইনাদি, ৯৭। মেহেদি (৪০), পিতা- আব্দুল হাই, সাং- পাগলাবাড়ী, শহীদ (৪০), পিতা- অজ্ঞাত, সাং- গ্যাস লাইন, মাহবুব আলম (৩৫), পিতা- আনোয়ার কাউন্সিলর ১ নং ওয়ার্ড, সাহং (৪৫), পিতা- আব্দুল মান্নান, সাং-মিজমিজি বাতানপাড়া, শরীফ (৪০), পিতা- মৃত সুন্দর আলী, আব্দুল আজিজ (৭০), পিতা- মৃত মনসুর আলী, সাং- পাগলাবাড়ী, কাউসার (৩২) পিতা- জয়নাল, সাং- রহমত নগর, জয়নাল (৫০), পিতা- অজ্ঞাত, সাং-রহমত নগর, আনোয়ার (৬০), কাউন্সিলর ১ নং ওয়ার্ড, পিতা- অজ্ঞাত, সাং- বাতানপাড়া, মোঃ মাসুদ (৪৭), পিতা- অজ্ঞাত, সাং- ধনু হাজী কবরস্থান গলি,

 

 মো. আনোয়ার (৫০), পিতা- অজ্ঞাত, ধনু হাজী কবরস্থান সভাপতি, সাং- ধনু হাজী কবরস্থান গলি, মারুফ (৪৫), পিতা- অজ্ঞাত, মোঃ সুজন (৪৩) পিতা- অজ্ঞাত, উভয় সাং- শাপলা চত্তর, পাইনাদি নতুন মহল্লা, মোঃ নজরুল (২৬), সাবেক কাউন্সিলর ওমর ফারুক এর ড্রাইভার, পিতা- অজ্ঞাত, সাং- পাইনাদি নতুন মহল্লা, মনিরুল আলম সেন্টু, পিতা- মৃত আমির আলী, সাং- নয়ামাটি, থানা- ফতুল্লা, আল মামুন মিন্টু ভূইয়া, সেন্টু ভূঁইয়া, উভয় পিতা- মৃত আইউব আলী ভূইয়া, মনির ভূঁইয়া, পিয়েল ভূঁইয়া, উভয় পিতা- মৃত আয়েত আলী ভূঁইয়া, মোঃ আলম, পিতা- রফিকুল ইসলাম, 

 

নাজিম উদ্দিন (কৃষক লীগ নেতা), জসিম উদ্দিন (ফতুল্লা থানা আওয়ামীলীগ সহ-সভাপতি), উভয় পিতা- মৃত আফতাব উদ্দিন, সর্ব সাং- ভূইঘর, থানা- ফতুল্লা, মাখন বাবু, পিতা- অজ্ঞাত, মহিউদ্দিন, পিতা- অজ্ঞাত, উভয় সাং- রগুনাথপুর, থানা- ফতুল্লা, এড. আনিসুর রহমান দীপু, পিতা- অজ্ঞাত (আওয়ামী জাতীয় কমিটির সদস্য), সাং- চানমারী, থানা- ফতুল্লা, এড. খোকন সাহা (মহানগর আঃলীগ সেক্রেটারী), পিতা- অজ্ঞাত, সাং- গোয়ালপাড়া, গলাচিপা, থানা- নারায়ণগঞ্জ, মৎসজীবী লীগ নেতা এড. হাসান ফেরদৌস জুয়েলসহ অজ্ঞাত আরো অনেকেই।

 

এ জাহারে বাদী সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, ১নং থেকে ৩নং আসামীর নিদের্শে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে এলোপাথারী গুলি ও আক্রমন করার নির্দেশ দিলে অন্যান্য সকল আসামীগণ রাস্তায় অবস্থানরত ছাত্র জনতার উপর ককটেল বিস্ফোরন করে ভীতি সৃষ্টি করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারি গুলি ও মারধর করেন। তখন ডাচ বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স এর পিছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুক এর চুনা ফ্যাক্টরীর সামনের রাস্তায় উক্ত মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হলে নারায়ণগঞ্জ খানপুর সরকারী হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

 

পরবর্তীতে বিগত ২১ জুলাই  রাত্রে ডাক্তারের পরামর্শ ক্রমে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। অতঃপর মনির হোসেনকে অপারেশন করে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘন্টা আই.সি.ইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত সোমবার ২২ জুলাই  বিকাল ৩.২০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আমি আমার মৃত ভাই এর লাশ আনার জন্য গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে ডিজিষ্ট এর চিকিৎসা বাবদ ৩,২৭,৭৭০/- (তিন লক্ষ সাতাশ হাজার সাতশত সত্তর) টাকা বিল করেন। 

 

অতঃপর ডিজিষ্টের পরিবার স্বর্ণালংকার ও জমি বন্ধক রেখে ও কিছু টাকা সুদে ঋন গ্রহন করিয়া হাসপাতালের বিল পরিশোধ করে লাশ নিয়ে  তাহার নির্ধারিত বাসা পাইনাদি নতুন মহল্লাস্থ পি.এম মোড়ে নিয়ে আসলে এবং বিষয়টি জানাজানি হয়ে গেলে ২ নং আসামী আলহাজ্ব মোঃ মজিবর রহমান ও ৩ নং আসামী হাজী মোঃ ইয়াসিনসহ সকল আসামীগণ আমার ভাইয়ের জানাযা না করে মৃত দেহ গ্রামের বাড়ী তালতলা, দাদঘর, মনোহরগঞ্জ, কুমিল্লাতে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে । আমি নিরুপায় ও ভয়ে আতংকিত হয়ে আমার ভাইয়ের মৃত দেহ আমাদের গ্রামের বাড়ী তালতলা, দাদঘর, মনোহরগঞ্জ, কুমিল্লায় নিয়ে যাই এবং জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করি ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন