Logo
Logo
×

বিশেষ সংবাদ

নিহত রিয়া গোপের পরিবারের খোঁজ খবর নিলেন তারেক রহমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম

নিহত রিয়া গোপের পরিবারের খোঁজ খবর নিলেন তারেক রহমান
Swapno

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত (১৮ জুলাই) নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় আওয়ামী লীগ-পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হলে নিজ বাসার ছাদে খেলতে এসে গুলিতে নিহত হন ছয় বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ। গতকাল বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বজনের পরিবারের খোঁজখবর নিলেন বিএনপির মিডিয়া সেলসহ নারায়ণগঞ্জ জেলা যুবদল, পূজা উদযাপন কমিটির নেতাকর্মীরা। সে সময় রিয়া গোপের বাবা দীপক ঘোষ ও মা বিউটিকে আসক্ত করে আছেন সর্বদা তারেক রহমানসহ নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের পাশে থাকবে।

 

এ দিকে মঙ্গলবার (২০ আগস্ট) লন্ডন থেকে এক ভিডিওবার্তায় এসব কথা বলেছেন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের পরিবারের পাশে থাকার জন্য এবং সেখানে সন্ত্রাসীদের গুলিতে নিহত রিয়া গোপের নাম ও উল্লেখ করেছিলেন তিনি। 

 

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপি মিডিয়া সেলের সেক্রেটারী মিথুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপসহ প্রমুখ। 

 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে সময় পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল ছয় বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ। হঠাৎ গুলি এসে লাগে প্রথম শ্রেণির এই শিক্ষার্থীর শরীরে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পাঁচদিন টামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন