ফেনীতে বন্যাদূর্গত ১ হাজার পরিবারের মাঝে বিএনপি নেতার ত্রাণ বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ফতুল্লা থানা তাতীদলের সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে ফেনীর দাগনভূইয়া এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।
এ বিষয়ে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন ফেনীসহ দেশের যেসকল জায়গায় বন্যায় মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে যে যার জায়গা থেকে সহযোগিতা করতে।
সেই নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের অনুপ্রেরণায় আমরা ফেনীর দাগনভূইয়া এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে এই ত্রান বিতরণ করি। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ ভাবে দোয়া প্রার্থনা করা হয়। এন. হুসেইন রনী /জেসি


