Logo
Logo
×

বিশেষ সংবাদ

মনিটরিং করেও কমছে না কিছু পণ্যের দাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১০:১৭ পিএম

মনিটরিং করেও কমছে না কিছু পণ্যের দাম
Swapno


চাল-ডাল থেকে শুরু করে মাছ-মাংস সবজিসহ সব নিত্যপন্য নিয়ে প্রতিবারই বাজারে চলছে কারসাজি। এখনো বাজারে নিত্যপন্য নিয়ে অস্বস্তি যেন শেষ হয়নি। বর্তমান বাজারের পরিস্থিতি এমনই যে মানুষের টাকা আয় করার আগেই ব্যয় হয়ে যাওয়ার সংকট একটু বেশি থাকে। এখন বাজারে বেশিরভাগ সবজির দাম মধ্যবিত্ত ক্রেতাদের নাগালে থাকলেও, কিছুকিছু সবজির দাম ১৫ থেকে ২০ টাকা করে  বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে পন্যের দাম বৃদ্ধির কোনো সুনির্দিষ্ট কারন জানাতে পারছে না বিক্রেতা।

 


এদিকে আলু-পিয়াজ, আদা-রসুন এর দামও যেন সেই আগের পরিস্থিতিতে ফিরে আসছে। আন্দোলনের পরপরই দেশের পরিস্থিতির প্রভাব বাজারেও পরেছিল। তবে তার কিছুদিন পর সরবরাহ সংকট কাটার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। নতুন অন্তর্বর্র্তী সরকারের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও বাজার তদারকি করেছেন। কিন্তু বর্তমানে বাজারে নিত্যপন্য নিয়ে ফের অস্বস্তির মোড় কি শুরু হতে যাচ্ছে, এ নিয়ে চিন্তায় আছে ভোক্তারা।

 


বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০ -২৫০ টাকা দরে যা গত সপ্তাহ তুলনায় ৪০-৬০ টাকা পযর্ন্ত বেড়েছে। গতকাল বাজার ঘুরে দেখা যায়, নিয়মিতই বাজারে আসছে প্রচুর সবজি। তবুও সবজির দাম চড়া। ফের পেয়াজের দাম ১০০ -১২০ টাকা করে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের তুলনায় ২০-৩০ টাকার মতো বেড়েছে।

 

 

ইতোমধ্যে যেসব সবজির দাম বেড়েছে, করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি, বেগুনের কেজি ৭০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকা,পটল এর কেজি ৪০-৬০ টাকা করে। যেসব সবজির দাম ১০০ টাকার নিচে পাওয়া যেত না সেগুলো এখন ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি,  বর্তমানে ঢেরস ৬০ টাকা কেজি,  আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।

 


অন্যদিকে বাজারে সবজির দাম কিছুটা বাড়লেও, কমেছে ব্র্র্রয়রার মুরগীর দাম। বর্র্তমানে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে যা গত সপ্তাহে ছিল ১৮০ টাকা। এছাড়া সোনালি মুরগীর দামও কিছুটা কমেছে। তবে ডিমের দাম কিছুটা বেড়েছে।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন