জি এম নর্ম পাওয়ার প্রতিযোগিতায় অংশ নেয়ার বাঁধা দূর হলো নীড়ের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
হাঙ্গেরীতে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দাবা অলিম্পিয়াড। এ টুর্নামেন্টে অংশ নেবে মাত্র পনেরোতে পা দিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া নারায়ণগঞ্জের ফিলোসফিয়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র মনন রেজা নীড়। ২৩ তারিখে টুর্নামেন্ট শেষ। এরপর সে হাঙ্গেরীতেই তিনটি রবিন লীগে অংশ নিতে চাচ্ছিলো। এই তিন লীগ থেকে সে যদি সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করতে পারে তাহলে সে ইন্টারন্যাশনাল মাষ্টার নর্ম অর্জন করবে।
আর যদি সাত পয়েন্ট পেতে পারে তাহলে গ্রান্ড মাষ্টার নর্ম অর্জন করবে। মানে গ্রান্ড মাষ্টার হওয়ার দিকে এগিয়ে যাবে। ২৩ সেপ্টেম্বর দাবা অলিম্পিয়াড পর্যন্ত তার খরচ বহন করবে দাবা ফেডারেশন। কিন্তু তিনটি রবিন লীগে অংশ নিতে হবে নিজ খরচে। মননের পরিবারের এ আর্থিক সামর্থ্য ছিলো না। তাই মনন দুশ্চিন্তায় ছিলো এ তিনটি রবিন লীগে অংশ নেয়ার টাকা যোগাড় নিয়ে।
তার এ দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এসেছে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠান ‘মডেল গ্রুপ’। শনিবার তারা রবিনকে আড়াই লাখ টাকা অনুদান দিয়েছে এই তিন লীগে অংশ নেয়ার জন্য। এছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দিয়েছে আরো এক লাখ টাকা। গতকার শনিবার যদিও সরকারি ছুটির দিন তারপরেও নিজ কার্যালয়ে এসেছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হক। এসেছিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। নীড় তার মা মৌমন রেজা শ্রাবণীকে নিয়ে এসেছিলো।
মননের হাতে টাকার চেক তুলে দিতে দিতে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, নীড় যে এত অল্প বয়সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে আমি জানতাম না। ওর প্রোফাইল পড়ার পড়ে অভিভূত হয়ে যাই। আমার মনে হয়েছে ও যদি সহযোগিতা পায় তাহলে অনেক দূর যাবে। এজন্য আমরা এই সহযোগিতা করেছি। এছাড়া ও লীগ থেকে ফিরে আসার পরে ওকে ভারতে গ্রান্ড মাষ্টারের আন্ডারে উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। ওর জন্য আমাদের সহযোগিতা অব্যহত থাকবে।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, নীড়কে আমরা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছি। কিন্তু আমরা চাই মডেল গ্রুপের মতো অন্য ব্যবসায়ীরাও সহযোগিতায় এগিয়ে আসবে। সবাই সহযোগিতা করলে আমার মনে হয় নীড় দেশের সবচেয়ে কম বয়সে গ্রান্ড মাষ্টার হতে পারবে। তবে নীড়ের স্বপ্ন আরো উঁচুতে। বললো, ‘আমার ইচ্ছে আমি বিশ্ব চ্যাম্পিয়ন হবো।’
নীড়ের মা মৌমন রেজা শ্রাবণীও অত্যন্ত আশাবাদি ছেলেকে নিয়ে। বললেন, ‘ওর মধ্যে যে প্রতিভা আছে আমার খুব দৃঢ় বিশ্বাস ও সবচেয়ে কম বয়সে গ্রান্ড মাষ্টার হবে। আর সবচেয়ে কম বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়নও হবে ইনশাল্লাহ। তবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিবার খেলতে যাওয়ার আগে ও টেনশনে থাকে কোত্থেকে বিদেশে যাওয়ার টাকা যোগাড় হবে, কে তাকে স্পন্সর করবে। এই চাপটা যদি ওকে না নিতে হয় তাহলে ও অনেক ভালো খেলবে। এন. হুসেইন রনী /জেসি


