Logo
Logo
×

বিশেষ সংবাদ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস
Swapno


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন। সেখানে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে, প্রস্তুতি চলছে।

 

 

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত যদি বলেন তখনই শেখ হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত দেবে কিনা এটা তাদের ব্যাপার। তবে চাইলে দিতেই পারে।

 

 

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, এ প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটা ভারতকেই জিজ্ঞাসা করুন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থে যদি ভারতের সঙ্গে করা কোনো সমঝোতা পর্যালোচনা করতে হয়, সেটিও করবে বর্তমান সরকার।  গুম নিয়ে বাংলাদেশে কবে আইন হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটি নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।     এন. হুসেইন রনী  /জেসি     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন