Logo
Logo
×

বিশেষ সংবাদ

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা এখন কঠিন চ্যালেঞ্জ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা এখন কঠিন চ্যালেঞ্জ
Swapno


নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ- সভাপতি  আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে দায়েরকৃত  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যাগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায়  বন্দর উপজেলার চুনাভূরাস্থ হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 


প্রতিবাদ সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ- সভাপতি মনিরুজ্জামান মনির বলেন,স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন নিজেরাই নিজেদের শত্রুতে পরিনত হয়েছে।  নারায়নগঞ্জ  মহানগর বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে শাখাওয়াত ও টিপু সম্পর্ন ভাবে ব্যার্থ হয়েছে।

 

 

আমাদের  প্রিয় নেতা মুকুলের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে বিএনপি অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ্য করার ষড়যন্ত্রে মেতে উঠেছে । আমরা এ প্রতিবাদ সভার মাধ্যমে আতাউর রহমান মুকুলে বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সে সাথে ধিক্কার জানাই ওই কুচক্রি মহলকে।

 


কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক মেম্বার সহিদের সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাফিক আহাম্মেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মোরশেদ আলম ও মেজবা উদ্দিন স্বপন প্রমুখ।

 


প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুকুল ইসলাম, আনোয়ার হোসেন,  আশাবুদ্দিন,  সাহাদাত হোসেন,  বড় রিপন, আনোয়ারুল, ফারুক, মামুন, আসলাম, ছোট রিপন, সিপন, নজরুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন ৭ং ওয়ার্ড  বিএনপি নেতা মোঃ বাদল, নাছির ভূইয়া, আব্দুল কাদির, ফারুক, সোহেল, নাঈম, সেলিম, হৃদয়, মাসুদ, কলাগাছি ইউনিয়ন ৮নং ওয়ার্ড  বিএনপি নেতা মঞ্জুুর, রহমান, নূরইসলাম, আলামিনসহ কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।          এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন