জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে মোরছালীন বাবলা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
জাতিসংঘের ৭৯তম সাধারন অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন প্রতিথযশা সিনিয়র সাংবাদিক মোরছালীন বাবলা। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতিসংঘের অধিবেশন। প্রথা অনুযায়ী, অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠকের সপ্তাহ, যা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এর সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও নারায়ণগঞ্জের বহুল প্রচারিত পাঠক নন্দিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরছালীন বাবলা গত ২০ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন।
জাতিসংঘের সদস্য দেশ সমূহের রাষ্ট্র প্রধান ও উঁচ্চ পর্যায়ের প্রতিনিধিগণের অংশগ্রহণে সাধারণ অধিবেশন চলাকালে বিশ্ব শান্তি, মানবাধিকার রক্ষা, সন্ত্রাস দমন, মানি লন্ডারিং প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা, বিশ্ব পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন আলোচিত বিষয়ের সংবাদ সংগ্রহের কাজে ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত তিনি নিউইয়র্ক শহরে অবস্থান করবেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
প্রতিবছর জাতিসংঘ সাধারণ অধিবেশনের মাধ্যমে বৈশি^ক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়, যার মাধ্যমে দেশগুলো একসঙ্গে কাজ করে শান্তি উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করেন। প্রসঙ্গত, এবার রাশিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন ৭ সদস্যের প্রতিনিধি দল। আগামী ২৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।
সাত সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। এন. হুসেইন রনী /জেসি


