Logo
Logo
×

বিশেষ সংবাদ

কাশফুলের শুভ্রতা দেখতে দর্শনার্থীদের ভীড়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

কাশফুলের শুভ্রতা দেখতে দর্শনার্থীদের ভীড়
Swapno



প্রকৃতির রূপ লাবণ্যে কাশফুলে ভরে উঠেছে সিদ্ধিরগঞ্জের নাভানা ভূঁইয়া সিটি এলাকা। শরৎকালে আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের দোলুনিতে এক দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয় এখানে। তাই বিকেল হলেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকাটি। দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে ভিড় করেন। সরেজমিনে দেখা যায়, কাশফুলে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।

 

 

অনেকেই পরিবার-পরিজন, অনেকেই আবার বন্ধু-বান্ধব নিয়ে নানান সাজে এখানে ঘুরতে এসেছেন। স্মৃতিকে ধরে রাখতে দর্শনার্থীরা ছবি তুলছেন,  কেউ আবার ভিডিও করছেন। অন্যদিকে কাশফুলকে কেন্দ্র করে এর গেটের ভিতরের প্রবেশ পথে বসেছে ছোট ছোট ভাসমান দোকান। যেখানে রয়েছে চটপটি, ফুচকা, ঝালমুড়িসহ নানান ধরণের খাবার। আবার রয়েছে নারীদের নানা কসমেটিকস পণ্য।

 


নারায়ণগঞ্জ খানপুর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা নাজমুল হাসান নামের এক ব্যক্তি বলেন, সারা সপ্তাহের কাজের ব্যস্ততা থাকায় পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া হয় না। আজ সময় পেয়ে পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম। পরিবারের ইচ্ছাতে অন্যান্য বিনোদনকেন্দ্র বাদ দিয়ে এখানে আসা।

 


আরিফ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, দিনদিন জনবসতি বৃদ্ধি পাওয়ায় সিদ্ধিরগঞ্জে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। কিন্তু কাশফুলে ছেয়ে যাওয়ায় নাভানা সিটি এলাকাটি বর্তমানে সিদ্ধিরগঞ্জের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। তাই একটু আনন্দের খোঁজে সবাই এখন এখানে ছুটছেন আর সময় কাটাচ্ছেন।

 


স্ত্রীকে নিয়ে ঘুরতে আসা নিলয় বলেন, এখানে সাধারণ আসা হয় না। শুধু মাত্র এই কাশফুলের সময়টাতেই ঘুরতে আসি। গত কয়েকবছর ধরে কাশফুলের সময় স্ত্রীকে নিয়ে এখানে এসেছি। কাশফুলে ছেয়ে যাওয়ায় স্থানটি অনেক সুন্দর। তাই স্ত্রীকে নিয়ে বারবার এখানে আসা হয়।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন