সদর উত্তর থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, 'যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে, যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করবে। বুখারি, আদাবুল মুফরাদ: ৪৭৯। গতকাল সকালে তল্লা বড় মসজিদ নতুন সড়ক সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদের অন্যতম সদস্য এইচ এম নাসির উদ্দিন।
তিনি আরো বলেন হাদিসে এসেছে, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা (দান) স্বরূপ গণ্য হবে।’ (বুখারি, মুসলিম) তাই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মহান রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তম প্রতিদানের আশায় প্রত্যেককে ব্যাক্তিগতভাবে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধী গাছ রোপনের জন্য আহবান জানান।
গাছে গাছে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার কর্ম পরিষদ সদস্য ও ১১ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি রুহুল আমীন আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান, আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এন. হুসেইন রনী /জেসি


