Logo
Logo
×

বিশেষ সংবাদ

কিরনের ছত্রছায়ায় রশিদের হাতে আলাদিনের চেরাগ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

কিরনের ছত্রছায়ায় রশিদের হাতে আলাদিনের চেরাগ
Swapno

 

 

হারুনুর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজীপুর সিটি করপোরেশন। যিনি ১৯৯২ সালে ছিলেন ডুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ১৯৯৩ সালে ছাত্রলীগের প্যানেলে ডুয়েটে ভিপি নির্বাচন করেন। হারুন ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন  এর অত্যন্ত ঘনিষ্ঠ।

 

 কিরনের ছত্রছায়ায় শত শত কোটি টাকা কামিয়েছেন হারুন। খোজ নিয়ে জানা যায় বিএনপির সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নান সাহেবকে সিটি কর্পোরেশন থেকে বারবার অপশাররনের চেষ্টায় তিনি কিরনের প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন। ঠিকাদারদের বিভিন্ন টেন্ডারের আগেই কাজের স্টিমেট দিয়ে দিতেন হারুন। যাতে করে ওই ঠিকাদাররা কাজ গুলো সহজেই বাগিয়ে নিতে পারেন এবং কাজের বিলের ক্ষেত্রে নিতেন বিভিন্ন ধরনের কমিশন। 

 

দেশের স্বনামধন্য ঠিকাদাররা বছরের পর বছর বিলের জন্য হারুনের পিছনে ঘুড়লেও মোটা অংকের কমিশন এডভান্স ছাড়া বিল ছাড়েন না হারুন। ডুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা হওয়ার সুবাদে হারুনের সুপারিশেই ডুয়েট শাখা ছাত্রলীগের ২৬ জন ছাত্রলীগ নেতাকে ইঞ্জিনিয়ার হিসেবে সিটি করপোরেশনের বিভিন্ন জোনে চাকরি দেয়া হয়েছে এবং হারুনের বদৌলতে এখনো তারা বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন। হারুনের অন্যতম সহযোগী হিসেবে আছেন একঝাঁক ডুয়েট শাখা ছাত্রলীগের ক্যাডার ও যান্ত্রিক শাখার প্রভাবশালী প্রৌকশলী সুধিব বাসেক। 

 

যাদের সাথে যোগসাজশেই হারুন কামিয়েছেন কয়েক শ কোটি টাকা। হারুনের এক মেয়ে কানাডায় পড়াশোনা করেন।কানাডায় হারুনের রয়েছে ২ টি বাড়ি এবং কয়েক কোটি টাকার সম্পত্তি ও ব্যবসা।  উত্তরা ৪ নং সেক্টরে হারুনের রয়েছে ২ টি বাড়ি। ১২ নং সেক্টরে আছে ১ টি, গুলশানে রয়েছে ২ টি ফ্লাট, ডিয়া বাড়িতে আছে ২ টি প্লট। মেয়র আসে মেয়র যায়, সরকার পরিবর্তন হয় কিন্তু হারুন টিকে যায় সব সময়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন