Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীম ওসমানের সকল অপকর্মের স্বাক্ষী শাহ নিজাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম

শামীম ওসমানের সকল অপকর্মের  স্বাক্ষী শাহ নিজাম
Swapno

 

 

শাহ নিজাম। নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ‘ডান হাত’ হিসেবেই পরিচিত ছিলেন মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। এমনকি অনেক বৈঠক ও সভায় ‘শামীম ওসমানকে না পাওয়া গেলে যেনো এলাকাবাসী শাহ নিজামকে তাদের সমস্যার কথা জানায়’- এমন কথাও প্রায় বলতে দেখা গেছে শামীম ওসমানকে। সেক্ষেত্রে শামীম ওসমানের সর্ব অপকর্মের স্বাক্ষী ছিলেন শাহ নিজাম।

 

 যে কারণে সরকার পতনের পূর্বাভাসেই নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যেতে বলা হয় শাহ নিজামকে। এমন খবরই এখন চাউর হচ্ছে রাজনৈতিকাঙ্গনে। অনেকেই বলছেন, শাহ নিজামকে আইনের আওতান আনা গেলেই শামীম ওসমানের লুকায়িত সব অপকর্ম সামনে আনা যেতো।


সূত্রানুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা স্টেডিয়ামের বিপরীত পাশে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের নামে একটি পার্ক নির্মাণ করেন শাহ নিজাম। যেটিকে ‘নম পার্ক’ বলে অধিক পরিচিত ছিল। এই পার্কটির পরিচালনার দায়িত্বে ছিলেন শাহ নিজাম। যেখানে বসেই যতো অপকর্ম করে বেড়াতো সে। এমনকি ওই পার্কে বসেই নিজাম চালাতো ‘লাকি কুপন বা লটারি’। অভিযোগ ছিল, পার্কটির পরিচালনার দায়িত্বে থাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের তত্বাবধানেই চলতো ওই লটারি বা লাকি কুপন বিক্রি। লাকি কুপনের ফাঁদে পড়ে ফতুল্লার দিনমজুর, রিকশাচালকদের মতো নিম্নআয়ের মানুষদের নিঃস্ব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল বিগতসময়ে।


নম পার্কে ‘লাকি কুপন’ বিক্রি ও র‌্যাফেল ড্র’ কার্যক্রম নিয়ে ক্ষোভ জানিয়ে নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ও তার অনুসারী লোকজন নম পার্কে এইসব কার্যক্রম বন্ধ করতে পার্কের লোকজনকে শাসান। এই ঘটনার পর ওই রাতেই ৬ অনুসারীকে জেলা গোয়েন্দা পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। যাদের গ্রেপ্তার করা হয় তারা স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা না হলেও পুলিশ ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে জামিনে বেরিয়ে আসেন ছয়জনই।


এর আগে, নারায়গঞ্জে হকার ইস্যু নিয়ে প্রকাশ্যে গুলি করার ঘটনায় সমালোচিত হয়েছিলেন আওয়ামী লীগ নেতা শাহ নিজাম। সেইসময় মেয়র আইভীসহ তার লোকদের লক্ষ্য করে শাহ নিজাম প্রকাশ্যে গুলি করেছে এমন ছবি গণমাধ্যমকর্মীদের হাতে ছড়িয়ে পড়ে। যদিও সেই ঘটনায় মামলা হলেও শামীম ওসমানের কারণে গ্রেপ্তার হননি শাহ নিজাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন