Logo
Logo
×

বিশেষ সংবাদ

আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পিএম

আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার
Swapno



আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের নদী থেকে ছয় বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আড়াইহাজারের কড়ইতলা গ্রামের শিশুটির বাড়ির পাশের নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

 

 

 

এর আগে, রোববার (১৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। শিশুটির নাম তালহা বিন গোলাম কিবরিয়া (৬)।

 

 

 

সে কড়ুইতলা গ্রামের ডা. গোলাম কিবরিয়ার ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে তল্লাশি অব্যাহত রাখে পুলিশ। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশের নদীর কচুরিপানার নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।  

 

 

 

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।                        এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন