Logo
Logo
×

বিশেষ সংবাদ

হাজীপুরের শাখা রাস্তাটি যেন মরণফাঁদ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:১৮ এএম

হাজীপুরের শাখা রাস্তাটি যেন মরণফাঁদ
Swapno




 বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অর্ন্তগত পূর্ব হাজীপুরের চলাচলের একমাত্র শাখা রাস্তাটি ধসে পড়ছে। টানা বর্ষণের কারণে কিছুদিন আগে পুরনো একটি গাছ শেকড়সহ উঠে পড়ায় আকস্মিকভাবে রাস্তাটির সিংহভাগ পার্শ্ববর্তী ডোবায় ধ্বসে পড়ে। এটি ধ্বসে পড়ায় রাত-বিরাতে যানবাহনতো দূরের কথা হেটে চলাচল করাটাও জনসাধারণের জন্য দুরূহ হয়ে পড়েছে।

 

 

 

এমনিতেই রাস্তাটি নির্মাণের পর হতে অদ্যাবধি কোন সংস্কার বা মেরামতের উদ্যোগ নেয়া হয়নি তার উপরে আকস্মিকভাবে ধ্বসে পড়ে এলাকাবাসীর দূর্ভোগের শেষ নেই। রাস্তাটির ভয়াল ভগ্নদশার কাণে প্রতিনিয়তই পথচারীদেরকে দুর্ঘটনার সম্মুখীন হয়ে অঙ্গ হানির মতোও ঘটনা ঘটছে প্রতিনিয়তই।

 

 

 

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে জনৈক বাসিন্দা জানান,আমাদের এই ইউনিয়ন এবং ওয়ার্ডে জনপ্রতিনিধি থাকার পরও আমরা অবহেলিতভাবে জীবন যাপন করছি। অত্র অঞ্চলের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘ দিন ধরেই অরক্ষিত হয়ে আছে সেই দিকে কারো কোন খেয়াল নেই। যে কারণে কছুদিন আগে রাস্তাটির কিছু অংশ ডোবায় ধ্বসে পড়ে।

 

 

 

এ কারণে মানুষের চলাচলে ঝুঁকি বেড়েছে। একেতো রাস্তার এই অবস্থা তার উপরে আবার রাস্তাটিতে আলোর কোন ব্যবস্থা না থাকায় এলাকাবাসীর যেন ত্রাহি অবস্থা। বর্তমানে এটিকে বলা যায় মরনফাঁদে পরিণত হয়ে পড়েছে। রাতের আধারে এই রাস্তা দিয়ে চলাচল করলে জানমালের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আসা বাঞ্চনীয়।

 

 

 

বর্তমান সরকারের প্রতি আমরা আস্থাশীল দয়া করে বিষয়টি যেন দ্রুততম সময়ে সমাধান করে হাজীপুরবাসীর চলাচলের স্বার্থে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন