Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া করার দাবিতে ডিসিকে স্মারকলিপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া করার দাবিতে ডিসিকে স্মারকলিপি
Swapno


বাসভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ জেলার ছাত্র সংগঠন সমূহ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় তারা।  

 

 

জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে স্মারকলিপি দেয় ফারহানা মানিক মুনা, সাইফুল ইসলাম, ইফাদ ইমতিয়াজ জয়ন্ত, মো. আজিজুল ইসলাম, সৌরভ চৌধুরী, সাইদুর রহমান, আমেনা আক্তার মীম, ইফতিহাজ আবরার উদয়, মুন্নি আক্তার প্রত্যাশা, শাহিন মৃধা, সিয়াম সরকার, ফারদিন শেখ প্রমুখ।

 


স্মারকলিপিতে নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করা।

 


আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়। ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালনের আহবান জানান তারা।      এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন