Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার ফোরামের মতবিনিময় সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম

বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার ফোরামের মতবিনিময় সভা
Swapno


বাসভাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫টাকা করা, সিএনজি চালিত সকল বাসের ভাড়া কমানো এবং ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ বার প্রাঙ্গণে আইনজীবীদের সাথে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি এড. শাখাওয়াৎ হোসেন।

 

 

গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, জেলা বারের সভাপতি এড. হুমায়ুন কবির, জেষ্ঠ সহ সভাপতি এড. আজিজ আল মামুন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন এড. জিয়াউর ইসলাম কাজল, এপিপি এড. মশিউর রহমান শাহীন, এপিপি এড. মোজাম্মেল মল্লিক শিপলু, এড. মো: শাহ আলম, এড নাসরিন আক্তার, এড. জাহিদুল হক দীপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুর সুজন প্রমুখ।

 


সভায় আইনজীবীগণ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করার পক্ষে দেন। সভায় সকল বক্তা আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।      এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন