Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন
Swapno


গতকাল শনিবার (২৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ডের ১ম যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ ইং মেয়াদের নির্বাচন আগামী ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নির্ধারণ করা হয়।

 

 

সেই প্রেক্ষিতে বাণিজ্য সংগঠন বিধি অনুযায়ী যে সকল প্রতিষ্ঠান ২৩/১২/২০২৪ তারিখের মধ্যে ২০২৪ সালের বকেয়া চাঁদা, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর প্রত্যয়ন পত্র জমা প্রদান করবে শুধু সে সকল প্রতিষ্ঠানই ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবে উল্লেখ করে বাণিজ্য সংগঠন এর নির্বাচন বিধি অনুযায়ী সম্পূর্ণ নির্বাচন তফসিল প্রণয়ন করা হয়।

 


নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জনাব প্রবীর কুমার সাহা ব্যবসায়ীক কাজে দেশের বাইরে থাকায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এর অনুরোধে এবং উপস্থিত নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ও সকল সদস্যদের সম্মতিক্রমে সভার সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের সদস্য মাহমুদ হোসেন।
 

 


উক্ত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ড এর সদস্য মাহমুদ হোসেন, স্বপন চৌধুরী, নির্বাচন আপীল বোর্ড এর চেয়ারম্যান ফজলুল হক রুমন রেজা, সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ও এড. মো. জাকির হোসেন।

 


উল্লেখ্য, গত ১০ নভেম্বর, ২০২৪ ইং তারিখে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ১২তম কার্যকরি সভায় ২০২৫-২০২৭ কার্যকালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়, নির্বাচন বোর্ডে বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা মহোদয়কে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান।

 

 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন এবং দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চোধুরী এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফজলুল হক রুমন রেজা যিনি নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাওলানা আব্দুল কাইয়ুম ও সিনিয়র এড. মো. জাকির হোসেনকে নির্বাচন আপীল বোর্ডের সদস্য হিসাবে সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।       এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন