Logo
Logo
×

বিশেষ সংবাদ

এসএম রানার সাথে বিসিবি সভাপতি ফারুকের সখ্যতায় সমালোচনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

এসএম রানার সাথে বিসিবি সভাপতি ফারুকের সখ্যতায় সমালোচনা

এসএম রানার সাথে বিসিবি সভাপতি ফারুকের সখ্যতায় সমালোচনা

Swapno

শামীম ওসমান ও তার শ্যালক তানভীর রহমান টিটু-এর ছত্রছায়ায় থেকে জমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, গুম-খুন ইত্যাদি বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলো এস এম রানা। সেই রানার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সখ্যতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি তার ফেসবুক পেজে রানা ও ফারুক আহমেদের সখ্যতা ছবি জুড়ে দিয়ে লেখেন, কিছু ঘটনা সিনেমার স্ক্রীপ্ট'কেও হার মানায়। পুলিশ হন্য হয়ে খুঁজছিলো, এমন এক অপরাধীকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অফিসিয়াল বানিয়ে রেডিসন হোটেলে রুম এমনকি চট্টগ্রাম-ঢাকা যাতায়াতের বিমানের টিকিট পর্যন্ত প্রদান করে বিসিবি।

অনুসন্ধানে জানা যায়, বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের সাথে বিশেষ সখ্যতা রয়েছে নারায়ণগঞ্জের চিহ্নিত ভূমিদস্যু ও ওসমান পরিবার ঘনিষ্ঠ এসএম রানা'র। দু'জনকে একসাথে কয়েকটি ম্যাচেও দেখা যায়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলিবর্ষণ এবং হামলা, গুম-খুনের অভিযোগ রয়েছে এই রানার বিরুদ্ধে (নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানায় রানা'র মামলার নং যথাক্রমে ১২/২৭-০৮-২৪ এবং মামলা নং ১৮ -২২-আগস্ট -২০২৪)।

জানা যায় ফারুকের সরাসরি নির্দেশে এসএম রানা'কে বিসিবি অফিসিয়াল হিসেবে দেখিয়ে রেডিসন হোটেলে ৩০ অক্টোবর-১ নভেম্বর ২০২৪ দু’রাত রাখা হয়, যার খরচও বহন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবার একই ব্যক্তিকে বিমানের টিকিটও দেয় বিসিবি। আর এই সকল ঘটনা ঘটে যখন এস এম রানা একজন ফিউজিটিভ।

পরবর্তীতে এসএম রানাকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ১৯ ফেব্রুয়ারি দুপুরে দুবাই যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। এবং পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  শামীম ওসমান ও তার শ্যালক তানভীর রহমান টিটু-এর ছত্রছায়ায় থেকে জমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, গুম-খুন ইত্যাদি বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলো এস এম রানা।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ — কেন এসএম রানার মতো একজন অপরাধীকে ক্রিকেট বোর্ডের অর্থে আতিথেয়তা প্রদান করলেন? আর কি উদ্দেশ্যে তাকে বিসিবি অফিসিয়াল হিসেবে উল্লেখ করা হলো?

উল্লেখ্য, এসএম রানার বিরুদ্ধে জমি দখল, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ফতুল্লার পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের সময় ভূমি অধিগ্রহণের বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ভূমি মালিকদের ভুল তথ্য দিয়ে তাদের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন করে জমির দখল নেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা দাবি করেন, তিনি বিভিন্ন কৌশলে জমির মালিকদের সঙ্গে চুক্তি করে পরে জোরপূর্বক তাদের জমি নিজের নামে লিখিয়ে নিতেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের ৪২ লাখ টাকা উদ্ধারকাণ্ডে তার নাম উঠে এসেছিল। তবে সেই সময় তিনি আইনি প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে রেহাই পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন