Logo
Logo
×

বিশেষ সংবাদ

জোবায়ের হত্যা মামলায় হকার নেতা আসাদ রক্ষা পাওয়ায় বাদীর ক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:০০ এএম

জোবায়ের হত্যা মামলায় হকার নেতা আসাদ রক্ষা পাওয়ায় বাদীর ক্ষোভ

জোবায়ের হত্যা মামলায় হকার নেতা আসাদ রক্ষা পাওয়ায় বাদীর ক্ষোভ

Swapno

নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া ৫ জনের উপস্থিতি ও ১ জনের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কিন্তু এই মামলার অন্যতম আসামী নারায়ণগঞ্জ মহানগর হকার্সলীগের সাংগঠনিক সম্পাদক হকার নেতা আসাদ রক্ষাপায়। 


অথচ জোবায়ের হত্যা মামলা তিনি গ্রেপ্তার হয়ে জেলে যান। এদিকে  গত বছরের ৫ আগষ্টের পরে নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো হকার্স লীগের নেতা আসাদুল ইসলাম আসাদকে (৪৫) র‌্যাব-১১ কাছে গ্রেপ্তার হয়ে জেলে যান। ২০২৪ সনের ২৪ অক্টোবর জেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।


তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদ জানান, তিনি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেও কয়েক বছর আগেও সে সড়কের ফুটপাতে হকারি করতো। এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য তৈরি করে সে হকারদের নেতা হয়ে যায়। তাছাড়া ২০২১ সালের ৯ মার্চ ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ করে হকার নেতা আসাদের নেতৃত্বে।


জানা যায়, ২০২১ সনের ১৪ অক্টোবর ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে তর্কের জেরে খুন হন ১৮ বছর বয়সী তরুণ জোবায়ের হোসেন। ওই তরুণও ফুটপাতে হকারি করতো। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করা হয়। ওই হত্যা মামলারও আসামি ছিলেন হকার নেতা আসাদ। এমনকি জোবায়ের হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে হকার নেতা আসাদ জেলা কারাগারে যান।


কিন্তু পরে তিনি জামিনে বের হয়ে নিহত জুবায়েরের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিহত জুবায়েরের মা মুক্তা বেগম এ ঘটনায় থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। ওসমান পরিবারের প্রভাব খাটিয়ে তিনি এই মামলা থেকে রক্ষা পেয়ে যান বলে অভিযোগ উঠেছে।


২০১৮ সালে সিটি করপোরেশনের ও প্রশাসনের ফুটপাত হকারমুক্ত করার যৌথ উদ্যোগের বিরোধীতা করে আন্দোলন করা নেতাদের অগ্রভাগে ছিল সে। একই বছরের ১৬ জানুয়ারি হকার মুক্ত সড়ক ইস্যুকে কেন্দ্র করে হকারদের নিয়ে হামলা করে জনগণ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য'সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত করে। হকার নেতা আসাদ হত্যা মামলা থেকে রক্ষা পাওয়ায় ভুক্তভোগি পরিবার তথা নসগরবাসির মাঝে হতাশা তৈরী হয়েছে।


মামলা সুত্রে জানাযায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ বরুমদী এলাকার আব্দুস সামাদ মুন্সীর ছেলে মো ইকবাল হোসেন (৩৭), বন্দরের নূর ইসলামের ছেলে মো. স্বপন (৪৯), কুমিল্লার মুরাদনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সায়মন ওরফে ইউনুস মিয়া (২৬) ও মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকার মো. মুহিতুর রহমানের ছেলে মো. আনোয়ার হোসেন সানি (২৭)। 


একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার মুরাদনগর এলাকার মো. কবির হোসেনের মো. হাছান আল মামুন (২২) ও কুমিল্লার বাঙ্গারা বাজার এলাকার মো. রাসেল হোসেন (২৭)। তাদের মধ্যে রাসেল পলাতক রয়েছে।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২১ সালে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় ৫ জনের উপস্থিতি ও ১ জনের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।


মামলার বাদী মুক্তা বেগম বলেন, আমার দুই মেয়ে এক ছেলে ছিল। ছেলেটি মাদ্রাসায় পড়ত। সংসারের আর্থিক সহযোগিতার জন্য আমার একমাত্র ছেলে জুবায়েরকে ফুটপাতে জুতার দোকানে কাজে দেই। আমার সেই সন্তানকে যারা নির্মমভাবে পেটে ছুরিকাঘাত করে হাতের কব্জি কেটে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের শেল্টার দাতা আসাদ রক্ষা পাওয়ায় আমাদের মাঝে ক্ষোভ থেকে যায়। আমি দ্রুত এই রায়ের কার্যকর দেখতে চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন